১০ হাজার মানুষকে চাকমা বর্ণমালা শিখিয়েছেন ইনজেব
মাতৃভাষা জানেন, কিন্তু চেনেন না নিজের ভাষার বর্ণমালা। ইনজেব চাকমার সেই বর্ণমালা শেখার শুরু ১৩ বছর বয়সে। তখন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। পাহাড়ি অনেকের মতো কৃষক পরিবারের সন্তান ইনজেবেরও স্কুলজীবন শুরু হয়েছিল দেরিতে। চাকমা বর্ণমালা চিনতে গিয়ে দেখা গেল, ইনজেবের মতো অনেকেই তা চেনে না।
মাতৃভাষার বর্ণমালা শেখার গুরুত্বটা খুব করে বুঝলেন। স্বপ্ন বুনলেন নিজ সম্প্রদায়ের মানুষকে বর্ণমালা চেনাতে। সেই স্বপ্নবলে ১৭ বছর ধরে স্বেচ্ছাশ্রমে চাকমা বর্ণমালা শেখাচ্ছেন ইনজেব। তাঁর উদ্যোগের ফলে এরই মধ্যে ১০ হাজারের বেশি মানুষ চিনেছে চাকমা বর্ণমালা।
৪০ বছর বয়সী ইনজেব চাকমার বাড়ি খাগড়াছড়ির দীঘিনালার পূর্ব কাঁঠালতলী গ্রামে। পেশায় তিনি কৃষক। স্ত্রী-সন্তান নিয়ে গ্রামেই থাকেন। তবে ২০০৪ সাল থেকে বর্ণমালা শেখানোর কাজ তিনি চালিয়ে নিচ্ছেন আনন্দচিত্তে। ইনজেব চাকমা বলেন, ‘১৯৯৪ সালে গৃহশিক্ষক বীর চাকমার কাছ থেকে আমি বর্ণমালা শিখি। তখন থেকে নিজেদের বর্ণমালার গুরুত্ব বুঝি, মনে মধ্যে সংকল্প করি নিজের জাতির বর্ণমালা রক্ষা করার।’
বিস্তারিত : প্রথম আলোর ওয়েব সাইটে