“আর্তমানবতার সেবায়-অসহায়দের সহায়তায় এগিয়ে আসুন” এই শ্লোগানে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দুঃস্থ-অসহায়দের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) দীঘিনালা ইউনিট।
আজ শুক্রবার (১৭ ডিসেম্বর ২০২১) উপজেলার ৩নং কবাখালি ইউপি, ৪নং দীঘিনালা ইউপি ও ৫নং বাবুছড়া ইউপি’র ধনপাদাসহ বেশ কয়েকটি গ্রামের ৩ শতাধিক দুঃস্থ-অসহায় জনগণের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপিডিএফ সংগঠক সজীব চাকমা। গণতান্ত্রিক যুব ফোরামের দীঘিনালা উপজেলা শাখার সভাপতি জ্ঞান প্রসাদ চাকমার সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন ইউপিডিএফের দীঘিনালা ইউনিটের সংগঠক সুজয় চাকমা ও টুলিপাড়া যুব সমাজের প্রতিনিধি যতিন বিকাশ চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, ইউপিডিএফ প্রতিষ্ঠার পর থেকে জনগণের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করে আসছে। জনগণের পার্টি হিসেবে ইউপিডিএফ জাতীয় অস্তিত্ব রক্ষা ও অধিকার প্রতিষ্ঠার লড়াই যেমন চালিয়ে যাচ্ছে একইভাবে সমাজ ও জনগণের সেবামূলক নানা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। শিক্ষা, চিকিৎসা, উৎপাদন, পরিবেশ ও বন্য প্রাণী রক্ষার কার্যক্রমসহ দেশের নিপীড়িত-বঞ্চিত মানুষের মৌলিক অধিকারের পক্ষে সর্বদা সোচ্চার রয়েছে ইউপিডিএফ।
বক্তারা পার্টি ও জনগণের মধ্যে ঐক্যের সেতুবন্ধন তৈরি করে পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নেয়ার আহ্বান জানান।