আগামীকাল বিশ্ব মানবাধিকার দিবসে অনলাইন আলোচনা করবে পিসিপি

বিশ্ব মানবাধিকার দিবসে আগামীকাল ১০ ডিসেম্বর ২০২১, শুক্রবার বিকাল ৫ টায় ‘পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে মানবাধিকার পরিস্থিতি ও আশু করণীয়’ শীর্ষক এক অনলাইন আলোচনার আয়োজন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) কেন্দ্রীয় কমিটি।

এতে অনলাইনে যুক্ত হয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন লেখক ও গবেষক আলতাফ পারভেজ, বাংলাদেশ হাইকোর্টের আইনজীবী ব্যারিস্টার সাদিয়া আরমান, হিল উইমেন্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও মানবাধিকার কর্মী ইলিরা দেওয়ান, ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সংগঠক অংগ্য মারমা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মিতু সরকার, বিপ্লবী ছাত্র মৈত্রী সাধারণ সম্পাদক দীলিপ রায় ও পাহাড়ি ছাত্র পরিষদে কেন্দ্রীয় সভাপতি সুনয়ন চাকমা প্রমুখ।

অলোচনাটি সঞ্চালনা করবেন পাহাড়ি ছাত্র পরিষদে কেন্দ্রীয় সদস্য রোনাল চাকমা।

অনলাইন আলোচনাটি আগামীকাল ১০ ডিসেম্বর বিকাল ৫টায় Hill Students’ Council ফেসবুক পেজ থেকে সরাসরি প্রচার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *