খাগড়াছড়ি পানছড়িতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর পানছড়ি উপজেলা শাখার উদ্যোগে ২০২১ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ রবিবার (১৬ জানুয়ারি ২০২২) এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শুরু করার আগে পার্বত্য চট্টগ্রামে অধিকার আদায়ের সংগ্রামে শহীদদের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর পিসিপি’র দলীয় সংগীত ‘পাহাড়ি ছাত্র-ছাত্রী দল’ গানটির মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শুরু করা হয়।
“আত্মপ্রতিষ্ঠা নয়, প্রকৃত শিক্ষাই শিক্ষিত হয়ে দেশ ও জাতি গঠনে সোচ্চার হও” শ্লোগানে পাহাড়ি ছাত্র পরিষদের পানছড়ি উপজেলা শাখার সভাপতি তৃঞ্চাঙ্কর চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুনীল ময় চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) পানছড়ি উপজেলা সমন্বয়ক আইচুক ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি সুমেন চাকমা, খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক শান্ত চাকমা, হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক এন্টি চাকমা, পার্বত্য নারী সংঘের সহ সভাপতি প্রনিতা চাকমা প্রমুখ।
বক্তারা অনুষ্ঠানে অংশগ্রহণকারী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানান। তারা বলেন, আপনারা অক্লান্ত পরিশ্রম করে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। শুধু সার্টিফিকেট অর্জন করলে হবে না জাতির অধিকার অর্জনের লক্ষ্যে কাজ করতে হবে। মনে রাখতে হবে অধিকার যদি না থাকে তাহলে যতই ডিগ্রি থাকুক না কেন আমরা নিপীড়ন থেকে মুক্ত হতে পারবো না।
তারা বলেন, বাংলাদেশের বৈষম্যমূলক ও ব্যবসাকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার কারণে পার্বত্য চট্টগ্রামের অনেক শিক্ষার্থী উচ্চ শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়। ফলে মেধা ও ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থী মাঝপথে ঝড়ে পড়ে যায়। তাই পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা যাতে উচ্চ শিক্ষা লাভ করতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাই।
বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম আজ বহুবিধ সংকটে নিমজ্জিত। এই সংকট থেকে উত্তরণের জন্য ছাত্র সমাজকেই ভূমিকা পালন করতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হয়ে শুধু আত্মপ্রতিষ্ঠার চিন্তা না করে দেশ-জাতি রক্ষায় ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে।
পরিশেষে ২০২১ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৫০ জন শিক্ষার্থীকে উপহার হিসেবে বই প্রদান করা হয়।