ইউপিডিএফের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাজেক ও বাঘাইছড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আগামী ২৬ ডিসেম্বর ২০২১ পার্বত্য চট্টগ্রামের অন্যতম রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে রাঙামাটির সাজেকে ও বাঘাইছড়িতে ইউপিডিএফের স্থানীয় ইউনিটের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সাজেকের বাঘাইহাট, গঙ্গারামের রেতকাবা দোপদা, করল্যাছড়ি, হাজাছড়া সহ কয়েকটি স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এ সময় রাস্তা, বাড়ি ও দোকানপাটের আশে-পাশে পরিত্যক্ত পলিথিন, ময়লা-আবর্জনা কুড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।

বাঘাইছড়ি সদর এলাকায়ও একই কর্মসূচি পালন করা হয়েছে।

ইউপিডিএফের এই কর্মসূচিতে স্থানীয় যুবকরাও অংশগ্রহণ করেন।

পরিষ্কার-পরিচ্ছন্নত অভিযান চলাকালে বাঘাইহাট এলাকায় ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমা, রেতকাবা দোপতা এলাকায় ছদক চাকমাও সোহেল চাকমা এবং গঙ্গারাম হাজাছড়া এলাকায় মঙ্গল কুমার চাকমা ও কমন চাকমা উপস্থিত ছিলেন।

অপরদিকে বাঘাইছড়িতে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে উপস্হিত ছিলেন বাঘাইছড়ি ইউনিটের সংগঠক রিয়েল চাকমা।

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির কিছু ছবি নীচে দেওয়া হলো:

করল্যাছড়ি রেতকাবা দোপদা এলাকা (উপর ও নীচের ছবি)
হাজাছড়া এলাকায পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের শুরুর মুহুর্ত
বাঘাইছড়ি
বাঘাইছড়ি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *