নিজস্ব প্রতিনিধি ।। সেনাবাহিনীর সহযোগিতায় মুখোশ বাহিনীর একদল দুর্বৃত্ত কর্তৃক এক ব্যক্তি মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শনিবার (২৯ জানুয়ারি ২০২২) সকালে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের অন্তর্গত চাইল্যাচর নামক গ্রামে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার হওয়া ব্যক্তির নাম মংচিঅং মারমা (৩২), পিতা-রুইহ্লা মারমা, গ্রাম- চাইল্যাচর, ২নং ওয়ার্ড, ৭নং কাঞ্চননগর ইউনয়ন, ফটিকছড়ি।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১১টার সময় লক্ষ্মীছড়ি সদর থেকে মায়াধন চাকমার নেতৃত্বে ৮ জনের একদল সশস্ত্র মুখোশ দুর্বৃত্ত চাইল্যাচর গ্রামে যায়। সন্ত্রাসীরা কোন কারণ ছাড়াই গ্রামের বাসিন্দা মংচিঅং মারমাকে মারধর করে।
এ সময় সিন্দুকছড়ি জোনের অধীন নতুন বাজার আর্মি ক্যাম্পের একদল সেনাসদস্য দুর্বৃত্তদের নিরাপত্তা ও সহযোগিতা দেয় বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।