সেনা মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক মারধরের শিকার এক ব্যক্তি

 নিজস্ব প্রতিনিধি ।। সেনাবাহিনীর সহযোগিতায় মুখোশ বাহিনীর একদল দুর্বৃত্ত কর্তৃক এক ব্যক্তি মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ছবি- প্রতীকী

আজ শনিবার (২৯ জানুয়ারি ২০২২) সকালে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের অন্তর্গত চাইল্যাচর নামক গ্রামে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার হওয়া ব্যক্তির নাম মংচিঅং মারমা (৩২), পিতা-রুইহ্লা মারমা, গ্রাম- চাইল্যাচর, ২নং ওয়ার্ড, ৭নং কাঞ্চননগর ইউনয়ন, ফটিকছড়ি।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১১টার সময় লক্ষ্মীছড়ি সদর থেকে মায়াধন চাকমার নেতৃত্বে ৮ জনের একদল সশস্ত্র মুখোশ দুর্বৃত্ত চাইল্যাচর গ্রামে যায়। সন্ত্রাসীরা কোন কারণ ছাড়াই গ্রামের বাসিন্দা মংচিঅং মারমাকে মারধর করে।

এ সময় সিন্দুকছড়ি জোনের অধীন নতুন বাজার আর্মি ক্যাম্পের একদল সেনাসদস্য দুর্বৃত্তদের নিরাপত্তা ও সহযোগিতা দেয় বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *