রাঙামাটির সাজেকে সেনাবাহিনী কর্তৃক আটক দুই ব্যক্তিকে আটকের একদিন পর ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, গত শনিবার (২৫ ডিসেম্বর ২০২১) বিকালে ভাড়ায় মোটর সাইকেল চালক পাবেল চাকমা (২০), পিতা- কল্যাণ বিকাশ চাকমা ও খোকন চাকমা (১৬), পিতা- তন্তু মনি চাকমা দীঘিনালায় যাত্রী পেীঁছে দেয়ার পর নিজেদের মোটর সাইকলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় ছদগিছড়া মুসফিক ক্যাম্পের সেনা সদস্যরা তাদেরকে আটকিয়ে ইউপিডিএফ-এর প্রচারপত্র পাওয়ার অভিযোগ করে ক্যাম্পে ধরে নিয়ে যায়। পরে তাদেরকে সাজেক থানায় হস্তান্তর করা হয়।
আটকের একদিন পর গতকাল (২৬ ডিসেম্বর) সন্ধ্যার সময় তাদেরকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।