রাঙামাটির সাজেক ইউনিয়নৈর ৮নং পাড়ায় কার্বারী খুলোমনি চাকমাকে বাড়িতে না পেয়ে তার ছেলে সন্তোষ চাকমাকে মাচলং সেনা ক্যাম্পে ধরে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার (৭ জানুয়ারি ২০২২) দুপুরে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার সন্তোষ চাকমা মাচলং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
জানা যায়, আজ দুপুর ১২টার সময় মাচালং সেনা ক্যাম্প থেকে একটি পিকআপে করে ১০/১২ জনের একটি সেনা দল ৮নং পাড়ায় গিয়ে খুলোমনি চাকমার বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায়। এ সময় সেনারা খুলোমনি চাকমাকে বাড়িতে না পেয়ে তার ছেলে সন্তোষ চাকমাকে ক্যাম্পে ধরে নিয়ে যায়। ক্যাম্পে নেয়ার পর সেনারা সন্তোষ চাকমার ওপর শারীরিক নির্যাতন চালায়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও মুরুব্বীরা ক্যাম্পে গেলে বিকাল ৫টায় সেনারা সন্তোষ চাকমাকে ছেড়ে দেয়।
গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, গত ২৬ ডিসেম্বর ইউপিডিএফের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহন করায় সেদিন থেকে সেনারা খুলো মনি চাকমাকে আটকের চেষ্টা চালাচ্ছে। এ পর্যন্ত তিনবার তার বাড়ি ঘেরাও করে তল্লাশি চালানো হয়েছে। কিন্তু তাকে বাড়িতে পায়নি। সর্বশেষ আজ তাকে না পেয়ে সেনারা তার ছেলেকে ক্যাম্পে ধরে নিয়ে নির্যাতন করেছে।