গত ২৩ আগস্ট ২০১৯ সকাল আনুমানিক ১০:০০ টায় রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক ইউনিয়নের কেরেটকাবা এলাকায় ১২ বীর বেঙ্গলের বাঘাইহাট জোনের সেনাসদস্যরা শান্তিময় চাকমা নামে এক ব্যক্তিকে গুলি চালিয়ে হত্যা করেছে।
জানা গেছে, ঐদিন সকালে শান্তিময় চাকমাসহ তিন জুম্ম যুবক কেরেটকাবা এলাকার তিন-দোপদা (তিন পথের মিলনস্থল) নামক স্থানে একটি চায়ের দোকানের সামনে বসেছিল। ঐ সময় সেনাবাহিনীর সদস্যরা রাইফেল দিয়ে শান্তিময় চাকমাকে আঘাত করে মাটিতে ফেলে দেয় এবং ধরে ফেলে। এরপর সেনাসদস্যরা তাকে জঙ্গলে নিয়ে যায় এবং গুলি চালিয়ে হত্যা করে। তবে, সেনাবাহিনী মিথ্যাভাবে দাবি করে যে, সশস্ত্র দুস্কৃতিকারীদের একটি দল কর্তৃক সেনা টহল দলের উপর হামলা চালানোর সময় এক প্রতি আক্রমণে শান্তিময় চাকমা নিহত হয় এবং নিহতের কাছ থেকে দুইটি দেশীয় তৈরী পিস্তল উদ্ধার করা হয়। সেনাবাহিনী আরও দাবি করে যে, শান্তিময় চাকমা ইউপিডিএফ এর সদস্য ছিলেন। তবে, স্থানীয় সূত্র নিশ্চিত করে যে, শান্তিময় চাকমাকে কয়েক মাস আগে ইউপিডিএফ থেকে বহিস্কার করা হয়েছে।