রোয়াংছড়িতে বিজিবি ও এপিবিএন ক্যাম্প স্থাপনের নামে জুম্মদের ধান্যজমি বেদখলের পাঁয়তারা

নিজস্ব প্রতিনিধি।। সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলাধীন রোয়াংছড়ি উপজেলা সদর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ক্যাম্প স্থাপনের জন্য অধিগ্রহণের নামে স্থানীয় জুম্মদের প্রায় ৬০ একর পরিমাণ ধান্যজমি বেদখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি রোয়াংছড়ি উপজেলা সদরের দুটি পাশাপাশি এলাকা তাইম্রংছড়া এলাকায় একটি বিজিবি ক্যাম্প ও পাগলাছড়া ঝিরি এলাকায় একটি এপিবিএন ক্যাম্প স্থাপনের নামে জুম্মদের ৬০ একর পরিমাণ ধান্যজমি দখলের চেষ্টা চলছে। এজন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে বলে জানা গেছে। এতে অন্তত ২১টি জুম্ম পরিবার তাদের ধান্যজমি হারাবেন।

ক্ষতির সম্মুখীন জমির মালিকরা হলেন- (১) আনন্দসেন তঞ্চঙ্গ্যা, (২) খনক্যা তঞ্চঙ্গ্যা, (৩) লক্ষ্মীকুমার তঞ্চঙ্গ্যা, (৪) চন্দ্রলাল তঞ্চঙ্গ্যা, (৫) বানস্যা তঞ্চঙ্গ্যা, (৬) মাঝি তঞ্চঙ্গ্যা, (৭) শৈনু মারমা, (৮) রফিদন তঞ্চঙ্গ্যা, (৯) কালাবিষা তঞ্চঙ্গ্যা, (১০) না কোওয়ে মারমা, (১১) চথোয়াইপ্রু মারমা, (১২) মংচউ মারমা, (১৩) হ্লাচিংমং মারমা, (১৪) নাই সাং উ মারমা, (১৫) প্রুসিংঅং মারমা, (১৬) আপ্রুসে মারমা, (১৭) প্রুমংথুই মারমা, (১৮) পুপ্রু মারমা, (১৯) মংঞোয়াইচিং মারমা, (২০) মংশৈথোয়াই মারমা, (২১) পুথুইঅং মারমা।

এই ২১ জনের কেউই তাদের জীবিকার অবলম্বন এইসব জমি হাতছাড়া করতে ইচ্ছুক নন বলে জানা গেছে। তাদের জীবনধারণ করার মতো আর জমি নেই বলেও জানান তারা। এইসব জমিতে তারা বছরে ২/৩ মৌসুম চাষাবাদ করে থাকেন।

তাই ক্ষতির সম্মুখীন হওয়া উক্ত গ্রামবাসীরা বিজিবি ও এপিবিএন কর্তৃক এই অধিগ্রহণের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানাবেন বলে জানা গেছে। (তথ্য সূত্র: হিল ভয়েস)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *