খাগড়াছড়ির রামগড় উপজেলা সদরের মাষ্টার পাড়া এলাকায় সেটলার কর্তৃক চাইথোয়াই মারমা (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।
আজ মঙ্গলবার (৫ অক্টোবর ২০২১) সন্ধ্যায় এ খুনের ঘটনা ঘটে।
জানা যায়, আজ সন্ধ্যা সাড়ে ৬টার সময় চাইথোয়াই মারমা উপজেলা সদরের মাষ্টার পাড়া এলাকায় নিজের বাড়ির পাশের স্থানে রাস্তার ধারে বসেছিলেন। এ সময় আরফিন শরীফ পাটোয়ারি (২২), পিতা- আবু আহম্মেদ নামের এক সেটলার অতর্কিতে চাইথোয়াই মারমাকে মাথার পিছনে ইট দিয়ে আঘাত করে। এতে সে মাটিতে পড়ে গেলে খুনি আবারো ইট দিয়ে উপর্যুপুরি তার মাথায় আঘাত করে মাথা থেতলে দেয় এবং পরে পেট্রোল ঢেলে দিয়ে শরীরে আগুন ধরিয়ে দেয়। এ সময় আর্তচিৎকার শুনে আশে-পাশের লোকজন এগিয়ে এসে চাইথোয়াই মারমাকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় রামগড় উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁর মৃত্যু হয়। তার শরীরের প্রায় ৮০% পুড়ে যায় বলে চিকিৎসরা জানান।
চাইথোয়াই মারমাকে খুনের প্রকৃত কারণ জানা যায়নি। তবে গত কয়েকদিন ধরে খুনি আরফিন শরীফ পাটোয়ারি চাইথোয়াই মারমার বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করে যাচ্ছিল বলে তার পরিবারের লোকজন অভিযোগ করেছেন।
ঘটনার পর খুনি আরফিন শরীফ পাটোয়ারিকে পুলিশ গ্রেফতার করেছে বলে খবর পাওয়া গেছে।