মানিকছড়ি উপজেলার তিনটুহুরি ইউনিয়নের অংগ্য পাড়া সংলগ্ন বৌদ্ধ বিহারের জায়গা দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে সেটলার বাঙ্গালীরা চেষ্টা করে যাচ্ছিল। এর আগেও বিহারধ্যক্ষের সাথে বহুবার বাকবিতণ্ডায় জড়ায় এবং শিঘ্রই জায়গা ছেড়ে না দিলে দেখে নিবে বলে ও হুমকি দেয় সেটলার বাঙ্গালীরা। সর্বশেষ গতকাল বিহারের মূল অংশে আগুন ধরিয়ে দেয় তারা। এতে আনুমানিক ৫০ লক্ষ টাকার সমপরিমাণ সম্পত্তি পুড়ে ভস্ম হয়। আহত হয় বিহারে থাকা দু’জন ধর্মীয় গুরু। অথচ বৌদ্ধ বিহারের নাকের ডগায় রয়েছে একটি সেনাবাহিনী ক্যাম্প। তার ও পাশে রয়েছে বিজিবি ক্যাম্প। এবার বলুন পাহাড়ে সেনাবাহিনী প্রয়োজনীযতা আছে কি না?