খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সেনাবাহিনী কর্তৃক দুই ব্যক্তিকে মারধর ও আটকের খবর পাওয়া গেছে।
আটককৃতরা হলেন- বিক্রম ত্রিপুরা (২৫) পিতা- সূর্য কুমার ত্রিপুরা ও যুদ্ধ ত্রিপুরা (২৬) পিতা- নবরায় ত্রিপুরা। তারা দু’জনই মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদায় পাড়ার বাসিন্দা।
আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর ২০২০) সকালে তাদেরকে আটক করা হয় বলে জানা গেছে।
জানা গেছে, মাটিরাঙ্গা সদর ইউনিয়নের সদায় পাড়া এলাকায় সেটলার মো. জামালের দোকানে স্থানীয় ছাত্র ও যুবকরা জুয়া খেলে আসছিল দীর্ঘদিন ধরে। তাই গতকাল স্থানীয়রা দোকানদার জামালকে তার দোকানে জুয়া খেলা বন্ধ করার জন্য বললে মো. জামাল এ বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করে।
এর জের ধরে আজ সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে একদল সেনা সদস্য সেখানে গিয়ে স্থানীয় দোকানদার বিক্রম ত্রিপুরা ও যুদ্ধ ত্রিপুরাকে বেদম মারধর করে এবং পরে আটক করে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আটক দু’জনকে মাটিরাঙ্গা থানায় রাখা হয়েছে বলে জানা গেছে।