গত ৪জুলাই ২০১৯ দুপুর ২:০০ ঘটিকায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ক্যায়াংঘাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রাঙাপানি এলাকায় সেটেলার বাঙালি কর্তৃক জুম্মদের একটি বাড়িতে অগ্নিসংযাগ ও তবলছড়ি গ্রামে হামলার ঘটনা ঘটেছে।
জানা যায়, ঘটনার সময়ে সাতগুড়িয়া সেটেলার গুচ্ছগ্রাম হতে ১০/১২ জন সেটেলার বাঙালি জুম্মদের ভূমি দখল করতে গেলে জুম্মরা বাধা দেয়। পরে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় দু’জন জুম্ম আহত হয়।
আহতদের মধ্যে একজন হলেন জীব লাল চাকমা (৪০), পিতা: অশ্বিনী কুমার চাকমা, গ্রাম: তবলছড়ি। সেটেলার বাঙালিদের হামলায় তার বাম হাত ভেঙ্গে যায়। আরেকজন হলেন সম্প্রতি চাকমা (৩৫), পিতা: সুকৃতি চাকমা, গ্রাম: তবলছড়ি। সেটেলার বাঙালিদের হামলায় তার মাথা ফেটে যায়।
অপরদিকে সেটেলার বাঙালিরা রাঙাপানি গ্রামের চন্দ্র মোহন চাকমার ছেলে রতন মনি চাকমার (৪০) বাড়িতে অগ্নিসংযোগ করে।