খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মানিকছড়ি ও নুনছড়ির মধ্যবর্তী স্থানে পাহাড়িদের ভোগদখলীয় ৫ একর পরিমাণ জায়গা বেদখল করে সেটলার বাঙালিরা ঘর নির্মাণ করেছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাইসছড়ি ইউনিয়নের যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম ওরফে জহির (৪০), পিতা- বাদশা মিঞা, তার সহযোগী আজিজ মেম্বার ও আনোয়ারের নেতৃত্বে পাকুজ্যাছড়ি গুচ্ছগ্রামের একদল সেটলার বাঙালি গতকাল ৫ অক্টোবর ও আজ ৬ অক্টোবর ২০২১ দুই দিনে উক্ত জায়গাটি বেদখল করে সেখানে অন্তত ২৫টি ঘর নির্মাণ করেছে।
উক্ত জায়গার ভোগদখলীয় মালিকরা হলেন-১. মনো রঞ্জন চাকমা, পিতা- কমলধন চাকমা, ২. কিনাচান চাকমা, পিতা- কমল ধন চাকমাা, ৩. পেন্ডেলা চাকমা, স্বামী- মৃত কৃষ্ণ কুমার চাকমা, ৪. নিবারণ চাকমা, পিতা- দীন মোহন চাকমা ও ৫. শান্তনা চাকমা, স্বামী-মৃত উপেন্দ্র চাকমা।
উল্লেখ্য, গত মাসে সেটলাররা সংঘবদ্ধভাবে মাইসছড়ি ইউনিয়নের হাজাছড়া ও মানিকছড়ির রবিচন্দ্র পাড়া এলাকায় পাহাড়িদের জায়গা বেদখলের চেষ্টা চালিয়েছিল।