বাঘাইছড়িতে সেটেলার বাঙালি কর্তৃক এক প্রতিবন্ধী জুম্ম শিশু ধর্ষিত, ধর্ষণকারী গ্রেপ্তার
২৯ আগস্ট ২০২১, রাঙ্গামাটি:
রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়ন এলাকার এক সেটেলার বাঙালি কর্তৃক বুদ্ধিপ্রতিবন্ধী এক জুম্ম নারী শিশু (১১) ধর্ষণের শিকার হয়েছে বলে জানা যায়। পুলিশ পরে ঐ দিনই ধর্ষণকারীকে গ্রেপ্তার করেছে বলে খবর পাওয়া গেছে।
ধর্ষণে অভিযুক্ত পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম নাজের হোসেন নাছির (৩৫), পীং-মো: মান্নান, গ্রাম-বটতলী সেটেলার পাড়া, পশ্চিম লাল্যাঘোনা, ৭নং ওয়ার্ড, রূপকারী ইউনিয়ন। নাজের হোসেন পেশায় মোটর সাইকেল চালক বলে জানা গেছে।
অপরদিকে ভুক্তভোগী শিশুটির বাড়ি বাঘাইছড়ি মারিশ্যা এলাকার ১২ কিলো এলাকায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ২৮ আগস্ট ২০২১ বিকাল আনুমানিক ৩:০০ টার দিকে অভিযুক্ত নাজের হোসেন মারিশ্যা এলাকার ১২ কিলো নামক এলাকায় বুদ্ধিপ্রতিবন্ধী ওই শিশুটিকে একা পেয়ে ভুলিয়ে সেখান থেকে মোটর সাইকেলে তুলে নিয়ে যায়। এরপর সে বাঘাইছড়ি-দীঘিনালা (খাগড়াছড়ি) সড়কের দুইটিলা নোয়াপাড়া নামক এলাকায় নির্জন স্থানে নিয়ে গিয়ে ওই প্রতিবন্ধী শিশুটিকে ধর্ষণ করে সেখানে শিশুটিকে ফেলেই পালিয়ে যায়। পরে শিশুটি বাড়িতে ফিরে এসে ব্যাপারটি বাবা-মাকে জানালে ঘটনাটি জানাজানি হয়।
ঐ দিনই রাতের দিকে ঘটনার ব্যাপারে খোঁজখবর নিয়ে ভুক্তভোগী শিশুটির মা নারী ও শিশু নির্যাতন আইনে বাঘাইছড়ি থানায় একটি মামলা দায়ের করেন।
এরপর রাত ১০:০০ টার দিকে বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক সাইদ আসাদ ও ইমতিয়াজ মাহমুদের নেতৃত্বে পুলিশ উপজেলার চৌমুহনী মোড় থেকে নাজের হোসেন নাছিরকে গ্রেপ্তার করে।
আজ (২৯ আগস্ট ২০২১) সকালের দিকে গ্রেপ্তারকৃত নাজের হোসেন নাছিরকে রাঙ্গামাটি জেলা জজ আদালতে পাঠানো হয় বলে খবর পাওয়া গেছে।