নিজস্ব প্রতিবেদক
ইউপিডিএফ (প্রসিত) সাজেক থানার সমন্বয়ক আর্জেন্ট চাকমা দাবি করেন, দীপন জ্যোতি ইউপিডিএফের বিচার বিভাগীয় শাখার প্রধান। তিনি ওই এলাকায় একটি বিচারের কাজেই গিয়েছিলেন।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাঘাইছড়িতে একজনকে গুলি করে হত্যার খবর পাওয়া গেছে।
দীঘিনালা ইউনিয়নের বাঘাইছড়িমুখ এলাকায় রোববার বেলা আড়াইটার দিকে বন্দুকধারীরা হামলা চালায় বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান প্রজ্ঞান জ্যোতি চাকমা। তবে এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নিহত দীপন জ্যোতি চাকমা উপজেলার কবাখালি ইউনিয়নের হাচিনসনপুর এলাকার বাসিন্দা। তিনি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফের (প্রসিত) পক্ষের নেতা বলেও জানান চেয়ারম্যান।
এ ঘটনার জন্য ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলকে দায়ী করে হত্যার তীব্র নিন্দা জানান তিনি।
চেয়ারম্যান প্রজ্ঞান জ্যোতি চাকমা বলেন, আঞ্চলিক রাজনৈতিক সংগঠনের বিরোধের জেরে দীপনকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি এবং মরদেহ উদ্ধার করতে পারেনি।