রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী এলাকায় সেনা মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক সুরেশ চাকমা ওরফে জীবেশ (৫২) নামে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস)-এর এক নেতাকে গুলি করে হত্যার খবর পাওয়া গেছে।
আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর ২০২১) ভোর ৪টার সময় জানং চাকমার নেতৃত্বে সেনা মদদপুষ্ট একদল সন্ত্রাসী তাকে হত্যা করে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
এ বিষয়ে বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।