রাঙামাটির বাঘাইছড়িতে সেনা মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩৪নং রূপকারী ইউনিয়নের দুই মেম্বার প্রার্থীর মনোনয়নপত্র কেড়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। আগামী ৭ ফেব্রুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার (১১ জানুয়ারি ২০২১) সকালে বাঘাইছড়ি উপজেলা নির্বাচন অফিসে ঘটনা ঘটে।
যাদের কাছ থেকে মনোনয়নপত্র কেড়ে নেওয়া হয় তারা হলেন- রূপকারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী বরণ বিকাশ চাকমা (৪৫), পিতা- চিত্র মোহন চাকমা, গ্রাম-মগবান ও ১, ২, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার প্রার্থী যশোধরা চাকমা (৩৫), স্বামী- নকুল বিকাশ চাকমা।
জানা যায়, আজ সকালে মেম্বার প্রার্থী বরুণ বিকাশ চাকমা ও যশোধরা চাকমা মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন কর্মকর্তার অফিসে গেলে সেনা মদদপুষ্ট একদল সন্ত্রাসী তাদের মনোনয়নপত্র কেড়ে নিয়ে যায়। তবে সন্ত্রাসীরা কী কারণে তাদের মনোনয়নপত্র কেড়ে নিয়েছে সে বিষয়ে কোন কিছুই জানেন না বলে জানিয়েছেন প্রার্থীরা।
সন্ত্রাসীরা আজ সকাল থেকে নির্বাচন অফিসের আশে-পাশে অবস্থান নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসা প্রার্থীদের কাছ থেকে চাঁদা দাবিসহ নানা হয়রানি করেছে বলে অনেক প্রার্থী অভিযোগ করেছেন।