
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলি ইউনিয়নের পশ্চিম জারুলছড়ি গ্রামে চিই মুনি চাকমা (৪৫) নামে এক গ্রাববাসীর বাড়িতে সেনাবাহিনী কর্তৃক দু’দফায় তল্লাশি চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার ও মঙ্গলবার (২৪ ও ২৫ জানুয়ারি ২০২২) এ তল্লাশির ঘটনা ঘটে।
জানা যায়, গত সোমবার দুপুর ১২টার সময় বাঘাইহাট জোনের অধীন টাইগার টিলা সেনা ক্যাম্পর একদল সেনা সদস্য চিই মুনি চাকমার বাড়িতে তল্লাশি চালায়। এ সময় বাড়িতে কেউ ছিলেন না।
এরপর আজ মঙ্গলবার ভোররাত ৩টার সময় উক্ত সেনা ক্যাম্পের ১৫/১৬ জনের একটি সেনা দল আবারো তার বাড়িতে হানা দেয়। সেনারা প্রথমে বাড়িটি ঘেরাও করে। পরে বাড়ির দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ব্যাপক তল্লাশি চালায়।
এ সময় সেনাদের সাথে থাকা তাদের পোষ্য সন্ত্রাসী রিকেন চাকমা নামে একজনকে চিনতে পেরেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এদিকে, বিনা কারণে সেনারা বার বার বাড়িতে তল্লাশি চালানোয় আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী।