লামা প্রতিনিধি
প্রতীকী ছবি
বান্দরবানের লামায় প্রিয়ন্তী চাকমা নামের অষ্টম শ্রেণির এক ছাত্রীর লাশ পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে পৌরসভার ৭নং ওয়ার্ডের বড় নুনারবিল মার্মাপাড়ায় লাশটি উদ্ধার হয়।
লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী প্রিয়ন্তী চাকমা স্থানীয় এনজিও এনজেড একতা মহিলা সমিতির ম্যালেরিয়া টেকনেশিয়ান নিপন চাকমা ও তার স্ত্রী জ্যোতিকা চাকমার একমাত্র পালিত মেয়ে।
প্রিয়ন্তীর মা-বাবার ভাষ্য, তাদের মেয়ে মঙ্গলবার রাতে তাদের সঙ্গে খাবার খেয়ে তার রুমে ঘুমাতে যায়। বুধবার সকালে প্রতিবেশীর ডাকাডাকিতে তারা ঘুম থেকে উঠে পার্শ্ববর্তী পরিত্যক্ত পুকুরে প্রিয়ন্তীর ভাসমান লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন লাশ উদ্ধার করেন।
লামা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, যে পুকুর থেকে প্রিয়ন্তী চাকমার লাশ উদ্ধার করা হয়েছে, সেটির গভীরতা তার বুক সমান। এ পুকুর অনেক আগে থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় অনেকে পয়ঃনিস্কাশনের সংযোগ দিয়েছেন। এমন একটি পুকুরে কেউ ডুবে মরার কথা ভাবা যায় না। তিনি বলেন, মেয়েটির মা-বাবা বা পাড়া-প্রতিবেশী কেউ তার মৃত্যু সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারছেন না। এটি হত্যা না আত্মহত্যা বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।