রাঙামাটির সাজেকের বাঘাইহাট সেনা জোনের আয়োজিত পার্বত্য চুক্তির বর্ষপূর্তি অনুষ্ঠানে অংশ নিতে না পারায় চার গ্রামের কার্বারীকে ছদকিছড়া সেনা ক্যাম্পে ডেকে হেনস্থার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ২ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার বিকালে সাজেক ইউনিয়নের উত্তর করল্যাছড়ি গ্রামের বেজাল কার্বারী (৫৫), সেগুনবাগান গ্রামের ধারচ কার্বারী (৬০), কলাবনিয়া গ্রামের রসময় কার্বারী (৭০) ও দক্ষিণ করল্যাছড়ি গ্রামের যুদ্ধ মণি কার্বারী (৬৫)-কে বাঘাইহাট সেনা জোনের অধীন ছদকিছড়া সেনা ক্যাম্পে ডেকে পাঠানো হয়। তারা ক্যাম্পে গেলে ক্যাম্পের দায়িত্বরত কমাণ্ডার ক্যাপ্টেন মো. ফারহান তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হেনস্থার করেন।
এ সময় ক্যাম্প কমাণ্ডার তাদেরকে যাচ্ছেতাই গালি দিয়ে বলেন, “তোমরা সবাই ইউপিডিএফের লোক, তোমরা রাষ্ট্রবিরোধী কাজে জড়িত”।
তাদেরকে প্রায় ৫ ঘন্টা ধরে ক্যাম্পে বসিয়ে রেখে নানা হুমকি-ধমকি দিয়ে দেওয়া হয়। পরে “ইউপিডিএফের কোন কর্মসূচিতে অংশগ্রহণ করা যাবে না ও সেনাবাহিনীর প্রতিটি কর্মসূচি/সভায় যোগদান করতে হবে” মর্মে শর্ত দিয়ে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
এদিকে আজ সকাল থেকে বাঘাইহাট জোনের সেনারা উজো বাজার, কিয়াংঘাট, রেতকাবা, সাজেক-দীঘিনালা সড়কে গাড়ি আটকিয়ে যাত্রীদের নামিয়ে বাঘাইহাট জোনের আয়োজিত চুক্তির বর্ষপূর্তি র্যালিতে অংশগ্রহণে বাধ্য করা হয় এবং বিভিন্ন গ্রামের কার্বারীদের মোবাইল ফোনে র্যালিতে অংশগ্রহণের নির্দেশ প্রদান করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।