পানছড়ির ইউপিডিএফের সাবেক কর্মীকে গুলি করে হত্যা
পানছড়ি: খাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলাধীন মরাটিলায় খল কুমার ত্রিপুরা ওরফে সাগর (২৮) নামে ইউপিডিএফের এক সাবেক কর্মীকে গুলি করে হত্যা করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা।
নিহত খল কুমার ত্রিপুরা মরাটিলা গ্রামের অলি মোহন ত্রিপুরার ছেলে। তিনি এক সময় ইউপিডিএফের সাথে যুক্ত ছিলেন। তবে এক বছর আগে তিনি দলীয় কাজ থেকে ইস্তফা দিয়ে পারিবারিক কাজে নিজেকে নিয়োজিত করেন বলে জানা গেছে।
আজ রবিবার (১৮ জুলাই ২০২১) সকাল ৯টার সময় মরাটিলা দোকানে এ ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শীরা জানান, পানছড়ি বাজার দিক থেকে রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসী নব্য মুখোশ বাহিনী সদস্য কাঞ্চী রঞ্জন ত্রিপুরা ওরফে তুফান ও বিকাশ ত্রিপুরার নেতৃত্বে ১০-১২ জন অস্ত্রধারী সন্ত্রাসী মরাটিলা দোকানে এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়লে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়।
উক্ত ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোকে্রটিক ফ্রন্ট (ইউপিডিএফ) পানছড়ি ইউনিটের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে।