রাঙামাটির নান্যাচর সদর ইউনিয়নের ১৭ মাইলের দজর পাড়ায় সেনা সদস্য কর্তৃক এক জুম্ম দোকানদার শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নির্যাতনের শিকার ব্য্যক্তির নাম নিরঞ্জন চাকমা (৪৫), পিতা লাল মোহন চাকমা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টার সময় ইসলামপুর সেনা ক্যাম্প থেকে একদল সেনা সদস্য দজর পাড়া এলাকায় টহল দিতে যায়। এ সময় সেনারা কোন কারণ ছাড়াই স্থানীয় দোকানদার নিরঞ্জন চাকমাকে শারীরিক নির্যাতন করে। অবশ্য নির্যাতনের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার অনেকে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
তারা বলেছেন যারা জোরপূর্বক জমি বেদখল করতে চাইছে তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নিয়ে উল্টো নিরীহ জুম্মদের উপর নির্যাতন চালানো হচ্ছে।
উল্লেখ্য, গতকাল ঐ এলাকার দ্বিচান পাড়ায় সেটলার বাঙালিরা পাহাড়িদের জমি বেদখল করতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়।
এ ঘটনার পর থেকে সেনাবাহিনী ঐ এলাকায় টহল জোরদার করে। এতে তারা স্থানীয় জুম্মদের নানা ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে।