রাঙামাটির নান্যাচরে সংস্কারবাদী জেএসএস দুর্বৃত্তদের সাথে নিয়ে সেনাবাহিনী এক অপারেশন চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

গতকাল সোমবার (৭ জানুয়ারি) ভোর ৫টার সময় নান্যাচর জোনের ৬০ জনের অধিক সেনা সদস্য ২নং নান্যাচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গবছড়ি নামক এলাকায় এ অপারেশনটি চালায়। এ সময় বাদল কান্তি চাকমা ও কনক চাকমা নামে সংস্কারবাদী জেএসএস-এর দু’জন দুর্বৃত্ত সেনাদের গাইড করে বলে স্থানীয়রা জানান। সেনারা এলাকার বিভিন্ন জনের কাছ থেকে হয়রানিমূলক নানা জিজ্ঞাসাবাদ করে বলে জানা যায়।
প্রায় ৩-৪ ঘন্টা ধরে অপারেশন চালিয়েও অবৈধ কোন কিছু না পেয়ে সেনারা পরে ক্যাম্পে ফিরে যায় বলে এলাকার লোকজন জানিয়েছেন।
এদিকে, সংস্কারবাদী জেএসএস-এর এমন ঘৃণ্য কর্মকাণ্ডের জন্য এলাকার মানুষ তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছেন।