দেশে করোনা ভাইরাস রোগের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে মানুষ যখন আতঙ্কে ঘরবন্দি অবস্থায় অসহায় হয়ে দিন যাপন করতে বাধ্য হচ্ছে, এ দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও পার্বত্য চট্টগ্রামে চলছে অন্যায় ধরপাকড়, রাত-বিরাতে ঘরবাড়ি তল্লাশি, নির্যাতন ও হয়রানির মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা।
আজ সোমবার (২০ এপ্রিল ২০২০) ভোররাতে রাঙামাটির নান্যাচর উপজেলার খুল্যাং পাড়ার নিজ বাড়ি থেকে তুক্কোল্যা চাকমা (২৫) নামে এক নিরীহ ব্যক্তিকে আটক করা হয়েছে।
জানা গেছে, আজ ভোররাত আনুমানিক আড়াইটা/তিনটার সময় নান্যাচর সেনা জোন থেকে একদল সেনা সদস্য খুল্যাং পাড়া গ্রামে হানা দেয়। এ সময় সেনারা উক্ত গ্রামের বাসিন্দা শান্তিয়্যা চাকমার বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালায়।
ব্যাপক তল্লাশির পরও অবৈধ কোন কিছু না পেয়ে সেনারা শান্তিয়া চাকমাসহ তার পরিবারের সদস্যদের শারীরিক নির্যাতন করে।
নির্যাতন শেষে সেনারা শান্তিয়া চাকমার ছেলে তুক্কোলা চাকমাকে আটক করে নিয়ে যায়।
আটকের পর আজ সকালে তাকে ইউপিডিএফ কর্মী সাজিয়ে অস্ত্র গুঁজে দিয়ে নান্যাচর থানায় হস্তান্তর করা হয় বলে জানা গেছে।
তবে আটক ব্যক্তি ইউপিডিএফের সাথে সম্পৃক্ত নয় বলে জানিয়েছেন গ্রামবাসীরা।