নান্যাচরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সেনা মদদপুষ্ট সন্ত্রাসীদের তৎপরতা, আশঙ্কায় এলাকাবাসী

রাঙামাটির নান্যাচরে আগামী ২৬ ডিসেম্বর ২০২১ অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সেনা মদদপুষ্ট সন্ত্রাসীদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসী আশঙ্কার মধ্যে রয়েছেন।

গতকাল সোমবার (২০ ডিসেম্বর ২০২১) সন্ধ্যার সময় সেনা মদদপুষ্ট একদল সশস্ত্র সন্ত্রাসী নান্যাচর উপজেলার মরাচেঙ্গী, বড়পুল পাড়া, টিএন্ডটি হয়ে নান্যাচর জোনের দিকে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অন্যদিকে সন্ত্রাসীদের নিরাপত্তা বিধান করতে আগে থেকে নান্যাচর সেনাজোন থেকে সেনাবাহিনীর একটি টহল টিম নান্যাচর সদর এলাকার হরিনাথ ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান নিয়ে রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রাপ্ত খবরে জানা গেছে, সন্ত্রাসীরা নান্যাচর সেনা জোনের ২শ গজ দূরত্বে ছয়কুড়ি বিল এলাকায় অবস্থান করছে। সন্ত্রাসীরা বিভিন্ন গ্রামের লোকজনকে নৌকা প্রতীকে ভোট দিতে হুমকি প্রদান করছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এ অবস্থা চলতে থাকলে আসন্ন নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। ভোট কারচুপি ও কেন্দ্র দখল সরকার দলীয় নৌকা প্রতীকের প্রার্থীদের জেতানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে সেনাবাহিনীর সহায়তায় সন্ত্রাসীরা এমন তৎপর হয়ে উঠেছে বলে তারা মন্তব্য করেন।

এমতাবস্থায় এলাকাবাসী আসন্ন ইউপি নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় এবং জনগণ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তার জন্য প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করতে নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *