নিজস্ব প্রতিনিধি।। রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের চেলাছড়া গ্রাম থেকে সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই কর্তৃক এক নিরীহ গ্রামবাসীকে আটকের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার (২৮ এপ্রিল ২০২২) বিকালে এ আটকের ঘটনা ঘটে।
আটককৃত গ্রামবাসীর নাম রতন বিকাশ চাকমা (৪২), পিতা-মৃত নুয়োচান চাকমা।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল আনুমানিক ৪:৪৫টার দিকে সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই’র সদস্য মনীর ও কুখ্যাত সেনা স্পাই মিল্টন তঞ্চঙ্গ্যাসহ ৩/৪ জনের একটি দল অটোরিক্সা (সিএনজি) যোগে এসে চেলাছড়া গ্রামে হানা দেয়। এ সময় তারা ওই গ্রামের বাসিন্দা রতন বিকাশ চাকমাকে কোন কারণ ছাড়া মারধর করতে করতে অটোরিক্সায় তুলে চম্পাতলি ক্যাম্পে নিয়ে যায়।
আজ শুক্রবার (২৯ এপ্রিল) বিকালে এই রিপোর্ট লেখা পর্যন্ত আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়নি বলে জানা গেছে।