গুইমারায় সেনাবাহিনী কর্তৃক ৬ ছাত্রকে হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি।। খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের কুকিছড়া এলাকায় সেনাবাহিনী কর্তৃক স্কুল ও কলেজ পড়ুয়া ৬ জন ছাত্র হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১৯ এপ্রিল ২০২২) সন্ধ্যা ৬টার সময় নাইক্যাপাড়া সেনা ক্যাম্প হতে একদল সেনা সদস্য টহলের নাম করে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের কুকিছড়া গ্রমে আসে। এ সময় সেনা সদস্যরা চাইসা মারমা, নাগাচাই মারমা, মংসাথোয়াই মারমাসহ ৬ জন স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রকে লাইনে দাঁড় করিয়ে সবার মোবাইল ফোন জমা নেয়। এরপর সেনারা তাদেরকে ছবি তোলে। ছবি তোলার সময় সেনারা গুইমারা কলেজের ছাত্র নাগাচাই মারমার মোবাইল ফোনটি (স্মার্ট ফোন) ইচ্ছে করে হাত থেকে মাটিতে ফেলে দেয়। এতে ফোনটি ভেঙে যায়।

এদিকে, সেনাদের এমন কান্ডকারখানা দেখে আশে-পাশে থাকা নারীরা এগিয়ে এসে ছাত্রদেরকে এমন হয়রানি ও মোবাইল ফোন ভেঙে দেয়ার কারণ জানতে চান। এতে নারীদের সাথে সেনা সদস্যরা বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে যুক্তিতে কুলিয়ে উঠতে না পেরে সেনারা মোবাইল ফোনটির দাম দিতে রাজি হলেও মাত্র ২,৫০০ টাকা দিয়েছে বলে জানা গেছে।

সেনাদের এমন হয়রানিমূলক কর্মকাণ্ডে এলাকার জনগণ ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন।

এলাকাবাসীর অভিযোগ, ইদানিং গুইমারা ও মাটিরাঙ্গার বিভিন্ন এলাকায় টহলের নামে সেনাবাহিনীর সদস্যদের দ্বারা স্থানীয় বাসিন্দারা নানা হয়রানির শিকার হচ্ছেন। তাই, তারা সেনা সদস্যদের এমন কর্মকাণ্ড বন্ধের জন্য সরকার ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *