গুইমারা।। খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোন কমাণ্ডারের নেতৃত্বে একদল সেনা সদস্য গতকাল শুক্রবার (১১ জানুয়ারি ২০১৯) রাত সাড়ে ৯টার সময় গুইমারার বাইল্যাছড়ি ১নং রাবার বাগান গ্রামে হানা দিয়ে ইউপিডিএফের এক কর্মীর স্ত্রী ও তার পিতা-মাতাসহ ৫ জনকে নিজেদের বাড়ি থেকে ধরে নিয়ে পার্শ্ববর্তী লকাই ত্রিপুরার রাবার বাগানে নিয়ে গিয়ে রাতভর আটকে রেখে হয়রানি ও মানসিক নির্যাতন চালানোর বলে খবর পাওয়া গেছে।
যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তারা হলেন-১. ইউপিডিএফ সদস্য হ্লাচিং মারমার স্ত্রী রাণী বালা ত্রিপুরা(৩০), তার(হ্লাচিং) পিতা উগ্য মারমা(৬০), তার মাতা- সানুবাই মারমা(৫২) ও পরিমা মারমা(৪০), স্বামী-মংহ্লা প্রু মারমা।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় খবর পাওয়া পর্যন্ত তাদেরকে সেখানে আটক অবস্থায় রাখা হয়েছে। বর্তমানে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এদিকে, গত বৃহস্পতিবার রাতে বাইল্যাছড়ি ও তৈমাতাই রাবার বাগান এলাকা থেকে আটক ৫ গ্রামবাসীকে গতকাল দুপুরে গুইমারা থানা থেকে ছেড়ে দেওয়া হলেও তাদেরকে জিম্মায় নিতে যাওয়া ১৯৯ নং বাইল্যাছড়ি মৌজার হেডম্যান বাবুরাম ত্রিপুরাকে থানায় আটকে রাখা হয়েছে বলে জানা গেছে।