রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে সেনাবাহিনী কর্তৃক দুই পাহাড়ি গ্রামবাসী শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সোমবার (৬ সেপ্টেম্বর ২০২১) সকালে এ নির্যাতনের ঘটনা ঘটে বলে জানা যায়।
নির্যাতনের শিকার দুই গ্রামবাসী হলেন- অংক্যজাই মারমা (৪২), পিতা-মৃত মংহ্লাগ্য মারমা ও আথুইমং মারমা (৩২), পিতা-কালামং মারমা।
তারা উভয়েই রাইখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের জগনাছড়ি পানছড়ি পাড়ার বাসিন্দা এবং সাধারণ জুমচাষী ও দিনমজুর বলে স্থানীয়রা জানিয়েছেন।
জানা যায়, গতকাল সকাল আনুমানিক ১০ টার দিকে কাপ্তাই সেনা জোনের অধীন রাইখালী ইউনিয়নের নারানগিরি মুখ পাড়া নামক স্থানে নতুন স্থাপিত সেনা ক্যাম্পের দায়িত্বরত ওয়ারেন্ট অফিসার (সুবেদার) মো. নাজমুল এর নেতৃত্বে ১৫ জনের একটি সেনাদল পার্শ্ববর্তী জগনাছড়ি পানছড়ি পাড়া এলাকায় যায়। ঐ সময় অংক্যজাই মারমা ও আথুইমং মারমা গ্রামের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে কোনো কিছু বোঝার আগেই সেনাদলটি সেখানে উপস্থিত হয়ে কোন কারণ ছাড়াই অংক্যজাই মারমা ও আথুইমং মারমাকে ধরে মারধর করতে শুরু করে। সেনাদের মারধরে তারা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন বলে জানা গেছে।
তাদেরকে মারধর করার পর সেনা সদস্যরা কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় বলে স্থানীয়রা জানান।