সাজেকে পরিবেশ-জীব বৈচিত্র্য রক্ষায় জনসচেতনামূলক সভা ইউপিডিএফ’র

নিজস্ব প্রতিবেদক।। রাঙামাটির সাজেকে প্রাকৃতিক পরিবেশ, জীব বৈচিত্র্য রক্ষা ও সামাজিক অবক্ষয় রোধে জনসচেতনামূলক আলোচনা সভা করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। 

আজ বুধবার (১ জুন ২০২২) দুপুর ১২টায় বাঘাইহাট এলাকায় ইউপিডিএফ’র স্থানীয় গঙ্গারাম ইউনিটের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় কমন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ’র গঙ্গারাম ইউনিটের সংগঠক আর্জেন্ট চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা শাখার সভাপতি কালো বরণ চাকমা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আর্জেন্ট চাকমা বলেন, প্রাকৃতিক পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। প্রাকৃতিক পরিবশ থেকে আমরা খাদ্য, পানিসহ বেঁচে থাকার নানা উপাদান পেয়ে থাকি। এক সময় প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যে পরিপূর্ণ সাজেক আজ বিরাণভূমিতে পরিণত হয়েছে। এখন ছড়া-ঝিড়ি শুকিয়ে গিয়ে খাবার পানির যেমন সংকট দেখা দিয়েছে, একইভাবে প্রাকৃতিকভাবে আমরা যেসব খাদ্য পেতাম সেগুলোও আর আগের মতো পাওয়া যায় না। পরিবেশ বিপর্যয়ের কারণে বন্য পশু-পাখি, জীব-জন্তু হারিয়ে যাচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, সরকার পরিকল্পিতভাবে পরিবেশ বিধ্বংসী পর্যটন কেন্দ্র স্থাপন করেছে, সীমান্ত সড়ক নির্মাণ করছে। এতে করে এ অঞ্চলের মানুষকে ভবিষ্যতে আরো বেশি কঠিন অবস্থার মুখোমুখি হতে হবে। তাই প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি পরিবেশের ক্ষতিকর সেগুনসহ বিদেশী প্রজাতির গাছ রোপন না করে দেশীয় প্রজাতির বিভিন্ন গাছ রোপন করা ও ফলজ বাগান সৃজনের জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

যুব নেতা কালো বরণ চাকমা বলেন, প্রাকৃতিক পরিবেশ রক্ষা হলে আমরা সুস্থভাবে জীবনধারণ করতে পারবো। তাই শুধু পার্টি নয় সকলকে পরিবেশ ও জীবচৈবিত্র্য রক্ষায় এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, সাজেকে পর্যটন কেন্দ্র গড়ে উঠার কারণে এখন প্রতিনিয়ত দেশ-বিদেশের বিভিন্ন মানুষ এখানে আসা-যাওয়া করছে। ফলে এখন সমাজে অসামাজিক কার্যকলাপসহ নানা অবক্ষয় দেখা দিয়েছে। তাই এক্ষেত্রে সকল জনগণকে সচেতন হতে হবে। সামাজিক অবক্ষয় রোধকল্পে প্রত্যেক গ্রামে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *