সাংগঠনিক নীতি ও শৃংখলা ভঙ্গের দায়ে জাতীয় মুক্তি কাউন্সিলের চট্টগ্রাম জেলা কমিটির সদস্য জনার্দন দে কে জেলা কমিটি থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গতকাল শুক্রবার (২৭ নভেম্বর ২০২০) জাতীয় মুক্তি কাউন্সিলের চট্টগ্রাম জেলা নেতা সোহেল খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজ ২৭ নভেম্বর ২০২০ জাতীয় মুক্তি কাউন্সিল চট্টগ্রাম জেলা কমিটির এক সভা সংগঠনের জামালখানস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সাম্প্রতিক সময়ে জেলা কমিটির সদস্য জনার্দন দে এর সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকান্ডের প্রশ্নে আলোচনা হয় এবং কমিটির সর্বসম্মতিক্রমে অভিযুক্তকে জেলা কমিটি থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়’।