![](http://www.chtnews-bangla.com/wp-content/uploads/2022/02/ca43d9ff-af88-4acf-9ad7-96a600df5fdc.jpg)
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) কেন্দ্রীয় সভাপতি সুনয়ন চাকমা বলেছেন শাবিপ্রবির শিক্ষার্থীদের সাথে আলোচনার নামে কালক্ষেপন না করে অবিলম্বে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে ভিসি ফরিদ উদ্দিনকে অপসারণ করুণ।
আজ সোমবার (২৪ জানুয়ারি ২০২২) বিকাল সাড়ে ৪টায় শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বৈরাচারী ভিসিকে অপসারণ ও শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে ঢাকা শাহবাগে ক্রিয়াশীল ছাত্র সংগঠনসমূহের আয়োজিত মশাল মিছিল পূর্ববর্তী বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পিসিপি’র সভাপতি সুনয়ন চাকমা বলেন, সরকারের সাথে শিক্ষার্থীদের কিসের আলোচনা, শাবিপ্রবির শিক্ষার্থীদের সু-নির্দিষ্ট দাবি রয়েছে, যার নির্দেশে সেখানকার শিক্ষার্থীদের ওপর সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, ছাত্রলীগ ও পুলিশকে দিয়ে হামলা চালানো হয়েছে সে নির্দেশ প্রদানকারী ভিসি ফরিদ উদ্দিনকে অপসারণ না করে সরকার কি ভিত্তিতে আলোচনায় বসবে। এই আলোচনা আওয়ামী লীগ সরকারের শিক্ষার্থীদের আন্দোলন দমনের একটি কৌশল। অতীতেও একই কৌশল প্রয়োগ করে শিক্ষার্থীদের আন্দোলন দমন করা হয়েছে। সুতরাং, কোন আলোচনা নয়, শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে ভিসিকে অপসারণ করুন।
তিনি আরো বলেন, শাবিপ্রবির শিক্ষার্থীরা ১০ দিনের অধিক আন্দোলন করছে, আমরণ অনশনের মত কঠোর কর্মসূচি পালন করছে। কিন্তু সরকার শিক্ষার্থীদের দাবি মেনে নিচ্ছেন না, বিতর্কিত ভিসি ফরিদ উদ্দিনকে এখনো সে আসনে বসে রাখা হয়েছে। এই রাষ্ট্রের সরকারের মন্ত্রী-এমপিরা আলোচনার নামে কালক্ষেপন করে শিক্ষার্থীরা ন্যায্য আন্দোলন দমন করার জন্য পাঁয়তারা চালিয়ে যাচ্ছে।
![](http://www.chtnews-bangla.com/wp-content/uploads/2022/02/c77f9cb9-cf83-44b6-90c5-19a7409e64dc.jpg)
সমাবেশ থেকে তিনি, শাবিপ্রবির শিক্ষার্থীদের আন্দোলন সমর্থনে ছাত্র সংগঠনসমূহের ঘোষিত কর্মসূচি আগামী ২৬ জানুয়ারি ২০২২ গণ অবস্থান কর্মসূচিতে সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।
সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা বলেন, শাবিপ্রবির শিক্ষার্থীরা আন্দোলন করছে, তখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাদের জন্য সমর্থন ও সহমর্মিতা প্রকাশ করছে। তাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করছে। কিন্তু এ দাবি বাস্তবায়নের কাজে যারা নিয়োজিত তারা তখন হাসি তামাশা করছেন। ছাত্রদের এই ন্যায়সঙ্গত দাবি কীভাবে ভূলুণ্ঠিত করা যায়, সেটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন।
তিনি বলেন, শাবিপ্রবির এ পরিস্থিতি শুধু সেখানকার চিত্র নয়, সারা বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর চিত্র। দুর্নীতি ও হামলাবাজ উপাচার্যের এখনই পদত্যাগ দাবি করছি। যারা উপাচার্যের পক্ষে কথা বলবে তারা তার দালাল, ফ্যাসিবাদের দালাল, অগণতান্ত্রিকতার দালাল।
ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ বলেন, পুলিশ একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে ঢোকার কথা না, কিন্তু শাবিতে পুলিশ বেশি করেছে। এর আগেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের আন্দোলনে হয়েছে, উপাচার্যরা তালাবন্ধ হয়েছেন কিন্তু পুলিশ আসেনি, লাঠিচার্জ হয়নি। কিন্তু এবার তাই হয়েছে। এখনকার মানুষ বিশ্বাস করে পুলিশ লাঠিচার্জ না করলে সেটা জনগণের আন্দোলন নয়, আমাদের আন্দোলনে পুলিশ লাঠিচার্জের জন্য ইতোমধ্যেই প্রস্তুত হয়েছে। তাই আমরা মনে করি আমরা সঠিক পথেই আছি।
![](http://www.chtnews-bangla.com/wp-content/uploads/2022/02/ca8375d9-7a07-4ccb-8f09-7b27b5d3fd6d.jpg)
পিসিপি’র সভাপতি সুনয়ন চাকমার সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী) তথ্য প্রচার সম্পাদক রাফিকুরজ্জামান ফরিদ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন (গণসংহতি) সভাপতি গোলাম মোস্তফা, গণতান্ত্রিত ছাত্র কাউন্সিলে সহ-সভাপতি ছায়েদুল হক নিশান, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি জহরলাল রায়, বিপ্লবী ছাত্র মৈত্রী সাধারণ সম্পাদক দীলিপ রায়, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মাহফুজ রহমান, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনে তথ্য প্রচার সম্পাদক সোহবত শোভন, বাংলাদেশ ছাত্র ইউনিয়েনর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রেজোয়ান হক মুক্ত, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাবি শাখার সাধারণ সম্পাদক সোহায়েল আহমেদ শুভ প্রমূখ।
সমাবেশ শেষে সন্ধ্যায় একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শাহবাগ থেকে শুরু করে কাঁটাবন, নীলক্ষেত, রাজু ভাস্কর্য হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এসে শেষ হয়।