ভ্রাতৃঘাতি সংঘাত বাঁধিয়ে দেয়ার ষড়যন্ত্র বন্ধের আহ্বান পানছড়ি ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটির

নিজস্ব প্রতিনিধি।। পানছড়ি ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান শান্তি জীবন চাকমা আজ শনিবার (২৮ মে ২০২২) সংবাদ মাধ্রমে দেয়া এক বিবৃতিতে বলেছেন, শাসক গোষ্ঠীর একটি বিশেষ স্বার্থান্বেষী মহল পাহাড়িদের মধ্যে নতুন করে ভ্রাতৃঘাতি সংঘাত বাঁধিয়ে দিয়ে এলাকার পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে সতর্ক থাকার জন্য তিনি ইউপিডিএফ ও জেএসএসের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, বান্দরবানে তথাকথিত মগ পার্টি ও কুকি-চীন পার্টি এবং খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে এক ভয়াবহ অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। এদেরকে দিয়ে নিয়মিত খুন, অপহরণ, চাঁদাবাজি, সন্ত্রাস ও সশস্ত্র মহড়া চালানো হচ্ছে। তদুপরি পরিস্থিতিকে আরও জটিল করতে এবং পাহাড়ি জনগনের ন্যায়সঙ্গত আন্দোলন চিরতরে স্তব্ধ করে দেয়ার উদ্দেশ্যে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে নতুন করে ভ্রাতৃঘাতি সংঘাত বাঁধিয়ে দেয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। 

পার্বত্য চট্টগ্রামে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য সরকারকে দায়ি করে শান্তি জীবন চাকমা বলেন, যতদিন রাজনৈতিক দলগুলোকে দমনের জন্য সশস্ত্র সন্ত্রাসীদের ব্যবহার বন্ধ হবে না, ততদিন এ অঞ্চলে শান্তি ও স্বস্তি ফিরে আসবে না।

তিনি ভ্রাতৃঘাতি সংঘাত বাঁধিয়ে দেয়ার ষড়যন্ত্র এবং সন্ত্রাসী গোষ্ঠীদের পৃষ্ঠপোষকতা ও মদদদান বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান।

পানছড়ি ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটির সদস্য ও চেঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কালাচাঁদ চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদ মাধ্যমে বিবৃতিটি পাঠানো্ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *