নিন্দুকের সম্মেলনে

এটা আবার কোন ধরনের ‘মুরং সম্মেলন!’
আয়োজক সেনাবাহিনী! ব্যানারে চ্যানেল আই এর সহযোগিতার উল্লেখ আছে!
এদিকে সেনাবাহিনী কর্তৃক ম্রোদের উচ্ছেদ করে পাঁচতারা হোটেল ও  বিনোদন পার্ক নির্মাণ প্রকল্প দেশে-বিদেশে ব্যাপক প্রতিবাদ ও নিন্দা সত্বেও সেনাবাহিনীর এখনও তা বাতিলের কোন পদক্ষেপ নেই। সেছাড়াও বান্দরবানের আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানি কর্তৃক নানা প্রকল্পের নামে ম্রোদের ভূমি বেদখল করা হয়েছে ও হচ্ছে,  সে ব্যাপারে এই বাহিনীর ও সরকারের তো কোন উদ্যোগ দেখা যায় না।
শুধু ম্রোদের গরু মেরে সেই গরুর চামড়া দিয়ে আবার জুতা বানিয়ে দুয়েকজনকে জুতা রিলিফ দিলে হবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *