নিজস্ব প্রতিনিধি।। খাগড়াছড়ির গুইমারায় গণতান্ত্রিক যুব ফোরামের দুই দশকপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ এপ্রিল ২০২২, মঙ্গলবার সকাল ১০টার সময এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ধারাজ চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) মাটিরাঙ্গা ও গুইমারা ইউনিটের সমন্বয়ক এডিশন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ক্যামরন চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক মিঠুন চাকমা, হিল উইমেন্স ফেডারেশন চট্টগ্রাম শাখার সদস্য জেসি চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ মাটিরাঙা উপজেলা সভাপতি অনিমেষ চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের মাটিরাঙ্গা উপজেলার আহ্বায়ক হরিমালা ত্রিপুরা ও গুইমারা যুব সমাজের প্রতিনিধি নিপ্রুচাই মারমা।
সভা শুরুতে শহীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে দাঁড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।
বক্তারা বলেন, শাসকগোষ্ঠির নানা ষড়যন্ত্র ও দমনপীড়ন মোকাবেলা করে গণতান্ত্রিক যুব ফোরাম আজ ২০ বছর পূর্ণ করেছে। এই ২০ বছরে আমাদের অনেক ত্যাগ-তিতিক্ষা স্বীকার করতে হয়েছে, আমরা অনেক সহযোদ্ধাকে হারিয়েছি। অনেকে জেল-জুলুমসহ নানা নিপীড়নের শিকার হয়েছেন। তারপরও যুব ফোরামকে আন্দোলন ও লক্ষ্য থেকে বিচ্যুত করা যায়নি। আগামীতে আরো তীব্রভাবে যুব ফোরাম আন্দোলন গড়ে তুলতে বদ্ধ পরিকর।
বক্তারা আরো বলেন, সরকার তথা শাসকগোষ্ঠি পার্বত্য চট্টগ্রামে দমন-পীড়ন, ভূমি বেদখল অব্যাহত রেখেছে। দিন দিন দমনপীড়নের মাত্রা বৃদ্ধি করা হচ্ছে। অন্যায়ভাবে গ্রেফতার, বিচার বহির্ভুত হত্যা চালিয়ে যাচ্ছে। আমাদের জাতীয় অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন। এ অবস্থায় যুব সমাজকে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না।
বক্তারা বলেন, শাসকগোষ্ঠি পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি যুব সমাজকে মাদক-জুয়াসহ নানা অনৈতিক কাজে লিপ্ত রেখে ধ্বংস করতে চায়। সেজন্য তারা আন্দোলনকারী যুবকদের ওপর দমন-পীড়ন চালায়। তাই যুব সমাজকে সজাগ ও সতর্ক থাকতে হবে। উদীয়মান যুব শক্তিকে সঠিকভাবে কাজে লাগিয়ে জাতির অস্তিত্ব রক্ষায় ভূমিকা পালন করতে হবে।
বক্তারা পূর্ণস্বায়ত্তশাসনের পতাকা উর্ধ্বে তুলে ধরে জাতীয় অস্তিত্ব রক্ষার লক্ষ্যে গণতান্ত্রিক যুব ফোরামের পতাকাতলে সমবেত হয়ে আন্দোলনে বেগবান করার জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানান।