কল্পনা চাকমা অপহরণের তদন্ত প্রত্যাখ্যান

শাহনাজ পারভীন

বাংলাদেশে আদিবাসী নেত্রী কল্পনা চাকমার অপহরণ ঘটনায় সিআইডির দেয়া চূড়ান্ত প্রতিবেদনের প্রত্যাখ্যান করেছেন তার পরিবার।

আদালতে তদন্তের ব্যাপারে কল্পনা চাকমার ভাই আবারো নারাজি আবেদন করেছেন।

রাঙামাটির আদালতে রোববার সিআইডির দেয়া চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেন কল্পনা চাকমার ভাই কালিন্দী কুমার চাকমা। এ বিষয়ে তিনি আদালতে নারাজি আবেদনও করেছেন।

১৬ বছর আগ পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়িতে নিজ বাড়ি থেকে অপহৃত হয় কল্পনা চাকমা।

ঘটনার সময় তিনি আদিবাসী নারীদের সংগঠন হিল উইমেনস ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদিকা ছিলেন।

অপহরণের ঘটনাটি ঘটেছিল মধ্যরাতে কল্পনা চাকমার পরিবারের সামনে থেকে। ১৬ বছরে ঘটনার তদন্ত হয়েছে তিনবার। এর মধ্যে দুবার তদন্ত করেছে সিআইডি।

তাতে দু’বারই নারাজি আবেদন করে কল্পনা চাকমার পরিবার। রাঙামাটি মুখ্য বিচারিক হাকিমের আদালতে নারাজির শুনানি হয়।

“এজাহারে অভিযুক্ত হিসেবে সামরিক বাহিনীর যাদের নাম দেয়া হয়েছে তাদের বাকি দিয়েই এই তদন্ত প্রতিবেদন দেয়া হয়েছে তাই আমি এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছি এবং নারাজি দিয়েছি”

কল্পনা চাকমার ভাই কালিন্দী কুমার চাকমা

কল্পনা চাকমার পরিবারের আইনজীবী জুয়েল চাকমা বলেন তারা পরবর্তীতে বিচার বিভাগীয় তদন্তের আবেদন জানানো হয়েছে।

তিনি বলেন, “কেননা ইতিপূর্বে যেহেতু পুলিশ তদন্ত করেছে, সিআইডি তদন্ত করেছে কিন্তু তারা অপহরণের বিষয়ে কোন তথ্য উদ্ঘাটণ করতে পারেনি সেই পরিপ্রেক্ষিতে আমরা বিচার বিভাগীয় তদন্তের আবেদন জানিয়েছি।”

জুয়েল চাকমা আরও জানিয়েছেন আদালত ইতিবাচক ভাবেই এই নারাজি আবেদন গ্রহণ করেছেন।

শুনানিতে সিআইডির চূড়ান্ত প্রতিবেদনটি উপস্থাপন করেন রাঙামাটির কোর্ট ইন্সপেক্টর মোঃ জসিম।

তিনি বলেন, “পুনরায় কোনভাবে তদন্ত হবে, তা নিয়ে আদালত ১৬ তারিখ সিদ্ধান্ত দেবেন। এখন বিষয়টি তার বিবেচনার উপর নির্ভর করে।”

১৯৯৬ সালের জুন মাসে কল্পনা চাকমার অপহরণের ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

তার পরিবার বরাবরই অপহরণকারী হিসেবে রাঙামাটিতে কর্তব্যরত সামরিক বাহিনীর কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করে আসছেন।

তখন এ ঘটনা প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে পুলিশের গুলিতে হতাহতের ঘটনাও ঘটে।

এখন তদন্তের কাজ শেষ না হওয়াতে কল্পনা চাকমার অপহরণের বিচারের কাজও থেমে রয়েছে।

বিচারের প্রক্রিয়া শুরুর আগেই পরলোকগমন করেছেন কল্পনা চাকমার মা।

আর কল্পনা চাকমার পরিবার তার সম্পর্কে নিশ্চিত কোন না পাওয়ায় এখনো তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা থেকে বিরত রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *