রাঙামাটির সাজেকে এক গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর সদস্যরা তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া এক ব্যক্তির মোবাইল কেড়ে নেওয়া ও দোকানে থাকা লোকজনকে নানা জিজ্ঞাসাবাদ করে হয়রানি করে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
জানা যায়, আজ মঙ্গলবার (৪ জানুয়ারি ২০২২) বিকাল ৩টার সময় বাঘাইহাট জোনের অধীন দুইটিলা সেনা ক্যাম্প হতে ১৯ জনের একটি সেনা টহল দল প্রথমে শুকনাছড়া গ্রামের বাসিন্দা চিক্তো চাকমার মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর সেখানে দোকানে থাকা লোকজনকে দোকান থেকে বের করে দিয়ে ‘এখানে ইউপিডিএফ’র লোকেরা চাঁদাবাজি করে কিনা’ জিজ্ঞাসাবাদ করে হয়রানি করে।
সেখানে প্রায় আধ ঘন্টা অবস্থানের পর সেনারা গ্রামের বাসিন্দা জয়শ্রী চাকমা (৫০)-এর বাড়ি ঘেরাও করে বিনা অনুমতিতে প্রবেশ করে ব্যাপক তল্লাশি চালায়। তিনি তার বাড়িতে তল্লাশির কারণ জানতে চাইলে বন্দুক তাক করে চুপ থাকতে বলে। একই সময় সেনারা বিজয় চাকমা, পিতা- বিজয় চন্দ্র চাকমা ও অমর বিকাশ চাকমা, পিতা -প্রবীণ চাকমা নামে অপর আরো দুই জনের বাড়িতেও তল্লাশি চালায়।
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত (সন্ধ্যা ৬ টা) সেনারা শুকনো ছড়ায় অবস্থান করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।