খাগড়াছড়ির মানিকছড়িতে দশম শ্রেণীর এক পাহাড়ি স্কুলছাত্রীকে সেটলার বাঙালি কর্তৃক ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার (২৫ সেপ্টেম্বর ২০২১) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১:০০টার সময় মানিকছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ওই স্কুলছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে কর্ণেল বাগান নামক স্থানে পৌঁছলে এক সেটলার বাঙালি (নাম ও পরিচয় জানা যায়নি) একা পেয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এতে সে ধস্তাধস্তি করে কোন রকমে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এবং বাড়িতে গিয়ে ঘটনাটি পরিবারের লোকজনকে জানায়।
উক্ত ঘটনা জানাজানি হলে পরে ছাত্রীর পিতা বাদী হয়ে মানিকছড়ি থানায় একটি মামলা দায়ের করলেও প্রশাসন এখনো কোন পদক্ষেপ নেয়নি বলে জানা গেছে।