বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের পুনর্বাসন চাকমা পাড়ায় সন্ত্রাসীদের গুলিতে বোধিপ্রিয় চাকমা ওরফে রিতু (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
গতকাল শনিবার (১৮ ডিসেম্বর ২০২১) সকালে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় তাকে প্রথমে চট্টগ্রামের লোহাগড়া আামিরাবাদ পদুয়া হাসপাতালে ও পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত বোধিপ্রিয় চাকমা টংকাবতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পুনর্বাসন পাড়ার বাসিন্দা। তিনি স্থানীয়দের নিকট একজন পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত। তবে তিনি চাষাবাদ করে জীবন-যাপন করতেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
জানা যায়, শনিবার সকাল ৮টার সময় একদল সশস্ত্র সন্ত্রাসী পুনর্বাসন চাকমা পাড়ায় গিয়ে নিজ বাড়িতে বোধিপ্রিয় চাকমাকে এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে তিনি দুই পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রামের লোহাগড়া আামিরাবাদ পদুয়া হাসপাতাালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি চমেকে চিকিৎসাধীন রয়েছেন।
কে বা কারা, কি কারণে এ ঘটনা ঘটয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশও এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি।
বান্দরবান সদর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।