ইউপিডিএফ’র বান্দরবান জেলার প্রধান সংগঠক ছোটন কান্তি তঞ্চঙ্গ্যাকে হত্যার উদ্দেশ্যে তাঁর বাড়িতে হামলা চালিয়েছে সেনা মদদপুষ্ট মুখোশ সন্ত্রাসীরা। তবে তিনি কোন রকমে পালিয়ে গিয়ে রক্ষা পেয়েছেন।
জানা যায়, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর ২০২১) মধ্যরাত ১২টার সময় বান্দরবান সদরের বালাঘাটায় কালা চোখ চাকমা ওরফে অটল এর নেতৃত্বে ৫ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল ছোটন কান্তি তঞ্চঙ্গ্যাদের বাড়ির প্রধান গেটে ভেঙে প্রবেশ করে। সন্ত্রাসীরা প্রথমে তাঁর বড় বোনের বাসায় ঢুকে পড়ে এবং অস্ত্র তাক করে ছোটন কান্তি তঞ্চঙ্গ্যার খোঁজ করে ও তল্লাশি চালায়। পরে ঘটনা জানতে পেরে ছোটন কান্তি তঞ্চঙ্গ্যা নিজ বাসা থেকে কোন রকমে পালিয়ে গিয়ে জীবনে রক্ষা পান।
তাঁর পালিয়ে যাওয়া আঁচ করতে পেরে সন্ত্রাসীরা পরে বাড়ির এলাকা থেকে বেরিয়ে বাইরের বিভিন্ন স্থানেও তাঁকে খুঁজে বেড়ায়। এ সময় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়।
উল্লেখ্য, হামলার নেতৃত্বদানকারী কালা চোখ চাকমা (অটল) ২০১০ সালের ১৮ ফেব্রুয়ারি ছোটন কান্তি তঞ্চঙ্গ্যার উপর অস্ত্র হামলা করতে গেলে হাতেনাতে ধরা পড়েছিল। উক্ত ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা হয় এবং জেলও খাটে। সেসময় সে সন্তু লারমা পক্ষীয় জেএসএস’র সাথে যুক্ত থাকলেও পরে বহিষ্কার হয়। বর্তমানে সে সেনা মদদপুষ্ট মুখোশ বাহিনীর হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।
বেশ কিছুদিন ধরে উক্ত সন্ত্রাসীরা বালাঘাটায় প্রকাশ্যে চাঁদাবাজিসহ সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।