ইউপিডিএফের মানিকছড়ি ইউনিটের প্রধান সংগঠক মিল্টন চাকমা (৩০) এবং ইউপিডিএফের কেন্দ্রীয় সদস্য সচিব চাকমাকে (২৮) গতকাল ১২ই জানুয়ারি এর ইউপিডিএফ কর্তৃক আয়োজিত ছাত্র-যুব সম্মেলনের পর থেকে খুজে পাওয়া যাচ্ছে না বলে খবর পাওয়া গেছে। তাদেরকে সর্বশেষ ঐ অনুষ্ঠানেই দেখা গিয়েছিল বলে জানান সংগঠনের কর্মীরা।
আজ ১৩ই জানুয়ারি বুধবার পর্যন্ত তাদের খোজ না পাওয়ায় সকালে মানিকছড়ি থানায় জি.ডি করেন বলে জানায় মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমীর হোসেন।
সংগঠনের কর্মীরা তাদের অপহরন করা হয়েছে বলে ধারণা করছে। অন্যদিকে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকা মোঃ কালাম হোসেন (৩২) এবং মোঃ জসিম উদ্দিনও (৩০) এলাকায় নেই।
পাঠকদের কাছে অনুরোধ তাদের খোজ পেলে অতিসত্বর +৮৮০১৮৭৬১৮৪৯২০ এই নম্বরে যোগাযোগ করুন।
এই খবর প্রকাশের সময় ১৩তারিখ দুপুর ১২টা পর্যন্ত তাদের খোজ পাওয়া যায় নি।