রাঙামাটির বন্দুকভাঙ্গা ইউনিয়নের বামে ত্রিপুরাছড়া নামক গ্রামে নব্যমুখোশ বাহিনী পরিবেষ্টিত অবস্থায় তথাকথিত এক সেনা অপারেশনে অবৈধ অস্ত্র উদ্ধারের নামে সাধারণ নিরীহ গ্রামবাসীদের নির্দয়ভাবে মারধর, লুটপাট, বাড়ি ভাংচুরকরণ ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বন্দুকভাঙ্গা এলাকাবাসী।
গতকাল রবিবার (২৮ নভেম্বর ২০২১) ‘বন্দুকভাঙ্গার প্রতিবাদী জনতা’ ব্যানারে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে এলাকার বিশিষ্ট মুরুব্বি কালো মুনি চাকমার সঞ্চালনায় ও বিনোদ কুমার চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন রবি লাল চাকমা ও সুমতি বালা চাকমা।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গত ২৬ নভেম্বর ২০২১ ভোররাতে বামে ত্রিপুরাছড়া গ্রামে নব্য মুখোশ বাহিনী সদস্যদের সাথে নিয়ে সেনাবাহিনীর সদস্যরা ‘অবৈধ অস্ত্র’ উদ্ধারের নামে নিরীহ গ্রামবাসীদের অমানুষিকভাবে মারধর, ঘরবাড়ি তল্লাশি-ভাংচুর ও নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে। লাহোর কার্বারী, মধু কার্বারীসহ বেশ কয়েকজনকে মারধর ও কয়েকজনকে আটক করে নিয়ে গিয়ে হয়রানি করা হয়েছে।
বক্তারা আরও বলেন, যে সেনাবাহিনী জনগণের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে, সাধারণ জনগণের ওপর তাদের এমন অমানবিক আচরণ আমরা আশা করি না। আমরা অনতিবিলম্বে এমন নিপীড়ন ও হয়রানিমূলক কর্মকাণ্ড বন্ধের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।
সমাবেশ থেকে বক্তারা লুটে নেওয়া টাকা, স্বর্ণালঙ্কারসহ অন্যান্য সকল জিনিস ফেরত দেওয়া, জনগণের ওপর অন্যায়-অত্যাচার বন্ধ করা এবং উক্ত ঘটনার ন্যায়-বিচারের দাবি জানান।