‘সংখ্যালঘু সম্প্রদায় ও ভিন্ন ভাষা-ভাষী জাতিসমূহের জানমাল রক্ষার্থে ব্যর্থ সরকারের পদত্যাগ চাই’ শ্লোগানে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়িতে হামলাকারী দুর্বৃত্তদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার দাবিতে খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম মানিকছড়ি উপজেলা শাখা।
আজ রবিবার (২৪ অক্টোবর ২০২১) সকাল ১০টায় মানিকছড়ি উপজেলা সদরের জামতলা এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে পিসিপি ও যুব ফোরামের নেতা-কর্মী, সমর্থকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের মানিকছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক অংচাহ্লা মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের মানিকছড়ি উপজেলা সভাপতি অংচাই মারমা ও পাহাড়ি ছাত্র পরিষদের মানিকছড়ি উপজেলা সভাপতি অংহ্লাচিং মারমা।
বক্তারা বলেন, ক্ষমতাসীন সরকারের ব্যর্থতার কারণেই কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে সপ্তাহখানিক ধরে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে। হামলাকারী দুর্বৃত্তরা বিভিন্ন জায়গায় একের পর এক হিন্দুদের দুর্গাপূজা মন্ডপ, মঠ-মন্দির, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও ব্যাপক লুটপাট সংঘটিত করলেও সরকার ও প্রশাসন হামলাকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোন পদক্ষেপ নেয়নি। ফলে হামলাকারীরা নির্বিঘ্নে হামলা চালানোর সুযোগ পেয়েছে।
বক্তারা আরো বলেন, দেশে সাম্পদায়িক হামলা এবারই নতুন নয়। পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় অতীতেও অসংখ্যবার এ ধরনের হামলার ঘটনা ঘটেছে। কিন্তু সরকার কোন ঘটনারই বিচার করেনি। ফলে বার বার এমন ঘটনা ঘটেই চলেছে।
বক্তারা অবিলম্বে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলাকারী ও তাদের মদদদাতা দুর্বৃত্তদের গ্রেফতারপুর্বক বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করে সর্বোচ্চ শাস্তি প্রদান, পার্বত্য চট্টগ্রামসহ দেশে এ যাবত সংঘটিত সকল সাম্প্রদায়িক হামলার বিচার এবং সংখ্যালঘু সম্প্রদায়সহ ভিন্ন ভাষা-ভাষী সকল জাতিসত্তার জনগণের নিরাপত্তা নিশ্চিত নিশ্চিত করার দাবি জানান। একই সাথে বক্তারা জনগণের জানমাল রক্ষায় ব্যর্থতার দায়ে সরকারের পদত্যাগ দাবি করেছেন।