বিশেষ প্রতিবেদক।। খাগড়াছড়িতে বিশুদ্ধা মহাথেরোকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা এবং চট্টগ্রামে জ্ঞানজ্যোতি ভিক্ষুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে চাকমা সমাজের ৪টি সংগঠনের পক্ষ থেকে গন্ডাছড়ার মহকুমা ম্যাজিষ্ট্রেট (এসডিএম)-এর মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এক স্মারকলিপি পেশ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশের মুসলিম দ্বারা বৌদ্ধ ও হিন্দু ধর্মাবলম্বীদের অত্যাচার, গত ৩০ জানুয়ারি খাগড়াছড়ি সদরে ধর্মসুখ বিহারের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ভদন্ত বিশুদ্ধা মহাথেরোকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা এবং চট্টগ্রামস্থ জুম্ম চাদিগাং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানজ্যোতি ভিক্ষুকে ৩১ জানুয়ারি ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদেরকে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের ৪টি সংগঠন, চাকমা স্টুডেন্ট এসোসিয়েশন (টিসিএসএ), চাকমা সামাজিক রেজ্যে পরিষদ, চাকমা বুদ্ধিষ্ট ওয়েলফ্য়ার সোসাইটি এবং চাকমা গাবুজ্জে জদা-এর পক্ষ থেকে গন্ডাছড়ার এসডিএম-এর মারফত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এক স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপি প্রদানের পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থান থেকে গন্ডাছড়া হাসপাতাল এলাকায় জড়ো হয় এবং সেখান থেকে এক প্রতিবাদী মিছিল শুরু হয়ে গন্ডাছড়া এসডিএম-এর অফিসের সামনে এসে শেষ হয়।
বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে হত্যার প্রতিবাদ এবং জড়িতদেরকে চিহ্নিত করে শাস্তির দাবি জানানো হলেও এখনো পর্যন্ত সরকার কোন ব্যক্তিকে চিহ্নিত করতে পারেনি এবং শাস্তি দিতে পারেনি বলে উক্ত সমাবেশে উল্লেখ করা হয়।
সমাবেশে চাকমা স্টুডেন্ট এসোসিয়েশন (টিসিএসএ)-এর সভাপতি মিলন বিকাশ চাকমা বাংলাদেশ সরকারের কাছে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে যদি এই ধরনের ঘটনা আরো ঘটে তাহলে এর থেকে বড় ধরনের আন্দোলন অনুষ্ঠিত হবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।