নিজস্ব প্রতিনিধি।। খাগড়াছড়িতে অনুষ্ঠিত সম্মিলিত মানববন্ধনে ১০টি বিভিন্ন বৌদ্ধধর্মীয় সংগঠনের সাথে একাত্মতা প্রকাশ করে বিশুদ্ধানন্দ মহাথেরোকে হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ।
উল্লেখ্য গত ৩০ জানুয়ারি ২০২২ তারিখে গভীর রাতে খাগড়াছড়ি সদরস্থ ধর্মসুখ বিহারের অধ্যক্ষ ভদন্ত বিশুদ্ধানন্দ (সারিপুত্র) মহাথেরকে নিজ বিহারে নৃশংসভাবে খুন করা হয়েছে।
এছাড়াও কয়েক ঘন্টার ব্যবধানে ৩১ জানুয়ারি ২০২২ তারিখে চট্টগ্রামস্থ জুম্ম চাদিগাং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানজ্যোতি ভিক্ষুকে রাত পৌনে ১টায় ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে হত্যার চেষ্ট করা হয়েছে। বর্তমানে তিনি মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
এই নিন্দনীয় ঘটনার সুষ্ঠু বিচারের দাবীতে আজ সকাল ৯টায় খাগড়াছড়ি শাপলা চত্ত্বরে সম্মিলিতভাবে বিভিন্ন বৌদ্ধধর্মীয় সংগঠনের ব্যানারে ভিক্ষুসংঘ ও সর্বস্তরের বৌদ্ধ নর-নারী শান্তিপূর্ণ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এই মানববন্ধনে পার্বত্য ভিক্ষুসংঘ বাংলাদেশ’র কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক ভদন্ত সুগতলংকার থেরো সহ খাগড়াছড়ি সদরস্থ ভিক্ষুসংঘ, পানছড়ি উপজেলা শাখা, মাটিরাঙ্গা, লক্ষ্মিছড়ি, গুইমারা উপজেলা শাখা, মহালছড়ি উপজেলা শাখা, বাঘাইছড়ি উপজেলা শাখা ও লংগদু উপজেলা শাখার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
শাপলাচত্ত্বর থেকে শুরু হয়ে খাগড়াছড়ি প্রেসক্লাব প্রদক্ষিণ শেষে আবারও শাপলা চত্ত্বরে জড়ো হয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ’র অধিকরণ বোর্ডের সভাপতি ও উপদেষ্টামণ্ডলীর সদস্য ভদন্ত সুমনা মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অপরাধীদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও নিন্দা জানানো হয়।
পাভিসবার কেন্দ্রিয় কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন ভদন্ত সুগতলংকার থেরো। তিনি শান্তিপ্রিয় ও নিরীহ ভিক্ষু বিশুদ্ধানন্দকে নৃশংসভাবে নিজ বিহারে খুনের ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় তিন পার্বত্য জেলার প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ পূর্বক দ্রুত তদন্তসাপেক্ষে অপরাধীদের গ্রেফতার করে আইনের মাধ্যমে বিচারের দাবী জানান। এছাড়াও তিনি বিগত বছরে বিভিন্ন বিহারে অগ্নিসংযোগ, লুটপাত ও বৌদ্ধ ভিক্ষুদের ওপর হামলার বিচার দাবী করেন।
পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এই ন্যাক্কারজনক ঘটনার দ্রুত তদন্ত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানায়।
অপরদিকে, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্তের স্বাক্ষরিত একটি বিবৃতিতে খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষু হত্যা, চট্টগ্রামে আরেক বৌদ্ধ ভিক্ষেুকে হত্যার অপপ্রয়াস এবং এমপি শাহ আলম কর্তৃক হিন্দুদের জমি জবরদখলের ঘটনার প্রতিবাদ জানিয়েছে ঐক্য পরিষদ।
বিবৃতিতে আরো বলা হয়, গত ৩৬ ঘন্টায় পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির সদর ধর্মসুখ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বিশুদ্ধা মহাথেরো ও নোয়াখালীর কোম্পানীগঞ্জের মিশুক চালক বলরামকে হত্যা এবং চট্টগ্রামের জুম্ম চাদিগাং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্ঞানজ্যোতি ভিক্ষুকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অপপ্রয়াস, এছাড়া গত কয়েকদিনে সারা দেশের নানান জায়গায় সরস্বতী বিগ্রহ ভাংচুর ও বরিশালের বানাড়ি পাড়ার এমপি শাহ আলম কর্তৃক কতেক হিন্দু পরিবারকে তাদের জায়গা-জমি থেকে উচ্ছেদ করে তা জবরদখলের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।