গত ৩০ নভেম্বর ২০২০খ্রিঃ রোজ সোমবার সকালে বান্দরবান চিম্বুক পাহাড়ে কাপ্রু ম্রো পাড়ায় পাঁচ তারকা হোটেল ও এমিউজমেন্ট পার্ক নির্মাণ বন্ধের প্রতিবাদে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা শহরে মুক্তমঞ্চে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
খাগড়াছড়ি সরকারী স্কুল মাঠ থেকে মিছিল নিয়ে শাপলা চত্ত্বর মুক্ত মঞ্চের সামনে প্রতিবাদ সমাবেশ শেষে পুনরায় স্কুল মাঠে মিছিল নিয়ে যেতে চাইলে পুলিশ বাঁধা দেন এবং হুমকিস্বরুপ বলা হয় যে, অনুষ্ঠান এখানে শেষ করো।
এই ন্যাক্কারজনক পুলিশি বাঁধা উপেক্ষা করে মিছিলটি পুনরায় স্কুল মাঠে নিয়ে যান পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ছাত্র সমাজ ও সচেতন নাগরিকবৃন্দ ।