রকমারির নতুন ধামাকা “বুক রিভিউ কম্পিটিশন”

শেষ হয়ে গিয়েছে ২০২১ এর বইমেলা। প্রকাশিত হয়েছে অসংখ্য বই৷ নতুন ভূবনে নতুন সব চরিত্র নিয়ে পাঠকমহলে আলোচনা-সমালোচনা। প্রিয় লেখকের প্রকাশিত বই ইতিমধ্যে পড়া শেষ অনেকেরই। রকমারি বিশ্বাস করে বই নিয়ে আলোচনা করার মাধ্যমে নতুন একজন মানুষ বই পড়ার প্রতি আগ্রহী হবে। সে ভাবনা থেকে আয়োজন করা হচ্ছে রকমারি বুক ক্লাব কর্তৃক বুক রিভিউ প্রতিযোগিতা ২০২১৷  ঝটপট তৈরি করে ফেলুন বইয়ের রিভিউ আর জিতে নিন আকর্ষণীয় পুরষ্কার।

রিভিউ ধরন:• ভিডিও• লিখিত

রিভিউ বইয়ের ক্যাটাগরি নির্দিষ্ট কোন ক্যাটাগরি রাখা হয়নি এই প্রতিযোগিতায়। তবে সুবিধার জন্য কিছু জনরা জানিয়ে দেওয়া হচ্ছে। থ্রিলার, রহস্য, রোম্যান্টিকরম্য, বৈজ্ঞানিক কল্পকাহিনী, রুপকথা, বায়োগ্রাফি শিক্ষামূলক, ভ্রমণ, ইসলামিক, ইতিহাস এসব সহ নানান ধরনের বই নিয়ে তৈরী করা যাবে রিভিউ।

 সুযোগ সুবিধাসমূহ

বিজয়ী সকলের জন্য থাকবে রকমারি বুক ক্লাবের পক্ষ থেকে ২০ হাজার টাকার বই।

 আবেদনের যোগ্যতা

যে যে বিষয়ে সতর্ক থাকতে হবেঃ

  • যে বইয়ের উপর রিভিউ দেয়া হবে সেটা অবশ্যই ২০২১ সালের বইমেলায় প্রকাশিত হতে হবে।
  • রিভিউ লিখিত আকারে দিলে অবশ্যই নুণ্যতম ৩০০ শব্দের এবং ভিডিও হলে ন্যূনতম ২ মিনিটের হতে হবে।
  • রিভিউ এর মাধ্যমে দেশ, সমাজ, ধর্মদ্রোহী কোন কিছু প্রকাশ পেলে তা বালিল করা হবে এবং রিভিউকারীকে ব্যান করা হবে।

যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: Open for all

 আবেদন পদ্ধতি

  •  প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য রকমারি ডট কমে থাকা ২০২১ বইমেলায় প্রকাশিত যেকোন বইয়ের উপর রিভিউ করা যাবে। চাইলে জেনে নিতে পারো প্রকাশিত বইয়ের নাম গুলো (https://www.rokomari.com/boimela)
  • রিভিউ লেখার ক্ষেত্রে ন্যূনতম শব্দ সংখ্যা ৩০০ হতে হবে। ভিডিও রিভিউ করার ক্ষেত্রে সর্বনিম্ন ০২ মিনিটের হতে হবে।
  • লিখিত রিভিউ লেখার ক্ষেত্রে দু’টি ধাপ অতিক্রম করতে হবে। প্রথমে রকমারির সাইটে থাকা বইয়ের নিচে রিভিউ সেকশনে রিভিউটা সাবমিট করতে হবে এবং দ্বিতীয় ধাপে রকমারি বুক ক্লাবের গ্রুপে পোস্ট করতে হবে।
  • লিখিত এবং ভিডিও রিভিউ দুটোই পোস্ট করতে হবে Rokomari Book Club এর পাবলিক গ্রুপে। গ্রুপের লিংক https://www.facebook.com/groups/3267282149975676
  •  রিভিউ পোস্ট করার সময় অবশ্যই শুরুতে নিজের নাম, বইয়ের নাম এবং #Rokomari_Book_Club_Review_Competition লিখতে হবে।
  • ভিডিও রিভিউের ক্ষেত্রে ক্যামেরার রেজুলেশন কিংবা ভিডিওর টেকনিক্যাল কোয়ালিটিকে গন্য করা হবে না।
  • রিভিউ লেখা শেষে রিভিউটা অবশ্যই নিজের টাইমলাইনে শেয়ার করতে হবে।
  • রিভিউটা পূর্বে কোথাও প্রকাশিত থাকা যাবে না।
  • একজন পাঠক যতখুশি তত বইয়ের রিভিউ লিখতে কিংবা ভিডিও রিভিউ করতে পারবেন।
  • রিভিউ প্রতিযোগিতা শেষে যাচাই বাছাই করে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
  • রিভিউ কপির অভিযোগ পেলে কিংবা বইয়ের সাথে সম্পৃক্ততা না পেলে বাতিল করা হবে। এব্যাপারে রকমারি বুক ক্লাবের সিদ্ধান্তই গৃহীত হবে।
  • এই প্রতিযোগিতায় প্রাপ্ত সকল রিভিউ রকমারি ডট কম বইয়ের প্রোমোশনের জন্য ব্যবহার করার এখতিয়ার রাখে।
  • রিভিউ এর মাধ্যমে দেশ, সমাজ, ধর্মদ্রোহী কোন কিছু প্রকাশ পেলে তা বাতিল করা হবে এবং রিভিউকারীকে ব্যান করা হবে।

আবেদনের শেষ তারিখ: জুন ১৫, ২০২১ অফিসিয়াল লিংক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *