মাতৃভাষা দিবস উপলক্ষে পানছড়িতে ছাত্র সমাবেশ করেছে পিসিপি

মাতৃভাষা দিবস  উপলক্ষে পানছড়িতে ছাত্র সমাবেশ করেছে পিসিপি
মহান মাতৃভাষা ২০২১ উপলক্ষে খাগড়াছড়ি জেলা পানছড়িতে ছাত্র সমাবেশ করেছেন  বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা।
আজ শনিবার (২০ ফেব্রুয়ারি ২০২১) দুপুর ২টায়  পানছড়ির লোগাং উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ছাত্র সমাবেশ করা হয়।
শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করে সকল জাতিসত্তার নিজ নিজ মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত কর এই স্লোগানে ছাত্র সমাবেশে পিসিপির খাগড়াছড়ি  জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নরেশ ত্রিপুরার সঞ্চালনায়  ও সাধারণ  সম্পাদক নিকেল চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর পানছড়ি ইউনিটের সংগঠক সাইক্লোন চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) সভাপতি বিপুল চাকমা, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাবেক আহব্বায়ক এবং চিএইচটি নিউজ বাংলা অনলাইন পোর্টাল এর প্রধান সম্পাদক প্রিতম বড়ুয়া অসি, গণতান্ত্রিক যুব ফোরাম এর সহ- সাধারণ সম্পাদক বরুণ চাকমা , হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য দয়াসোনা চাকমা, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন এর সভাপতি আতিফ অনিক।
ইউপিডিএফ এর সংগঠক সাইক্লোন চাকমা বলেন, বায়ান্ন চেতনা সাম্প্রদায়িক ছিল না । যে জাতি ছাত্ররা মাতৃভাষার জন্য রক্ত দিয়েছিল সে জাতি স্বাধীনতার পাওয়ার পর দেশের  ৪৫টির অধিক বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তাসমূহকে সংবিধানে  স্বীকৃতি দেয়া হয়নি, বাঙালি জাতীয়তাবাদ ” চাপিয়ে দিয়ে জাতীয় অস্তিত্বকে ধ্বংস করে দেয়ার ষড়যন্ত্র করছে।

বিপুল চাকমা বলেন, সরকার ৫টি  মাতৃভাষায় পাঠ্যপুস্তক বিতরণ করা হলেও দক্ষ শিক্ষক না থাকায় শিক্ষা কার্যক্রম পরিচালনায় ব্যাহত হচ্ছে। যার ফলে বইগুলো পড়ে থাকে স্কুলের আলমারিতে। পাঠদানের জন্য শিক্ষক নিয়োগ  ও প্রশিক্ষনের দায়িত্ব জেলা পরিষদের ওপর বর্তায়।  কিন্তু জেলা পরিষদ সেভাবে ব্যবকহারে প্রশিক্ষণের ব্যবস্থা এখনো পর্যন্ত করা হয়নি।
তিনি আরো বলেন, জেলা পরিষদ এখন দূর্নীতির আখড়ায় পরিণত হয়েছে।  অযোগ্য শিক্ষক নিয়োগ এর মাধ্যমে শিক্ষা ভিত্তি ধ্বংস করে দেয়া হচ্ছে। মেধা অনুসারে শিক্ষক নিয়োগ না করে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে অযোগ্য, অদক্ষ্য শিক্ষকদের নিয়োগ করা হচ্ছে। ফলে গতকালকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা ঘটেছে।
আতিফ অনিক অভিযোগ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে সামরিক শাসন জারি রেখে অস্ত্র উদ্ধার, তল্লাশির নামে হয়রানি ও  দমন-পীড়ন চালানো হচ্ছে।
উদ্ধেগ প্রকাশ করে তিনি আরো বলেন, আমরা যখন বিশ্ববিদ্যালয়গুলোতে ইংরেজিতে পড়াশুনা করি আমরা তখন বুঝি যে আসলে নিজের মাতৃভাষায় পড়াশুনা করতে না পারলে কি পরিনাম  দুর্ভোগ পরতে হয়। আস্তে আস্তে করে নিজের মাতৃভাষাকে ভুলে যেতে হয়। তিনি পিসিপির দাবিনামা মাতৃভাষায় শিক্ষা লাভের অধিকার লড়াইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবার জন্য আহ্বান জানান।
বরুণ চাকমা বলেন, রাষ্ট্র পাহাড়ে উন্নয়ন ও পর্যটনের নামে পাহাড়িদের উচ্ছেদ করে ভূমি বে-দখল করছে। সাম্প্রতিক  বিতর্কিত চিম্বুক পাহাড়ের সেনা কল্যাণ ট্রাস্ট ও সিকাদার গ্রুপ কর্তৃক ভূমিপুত্র ম্রো জনগোষ্ঠি উচ্ছেদ করে পাঁচতারকা নির্মাণ করা হচ্ছে। তিনি অবিলরম্ব তা বাতিলের দাবি জানান।

নারী নেত্রী দোয়াসনা চাকমা বলেন, সারাদেশে নারী নির্যাতন,ধর্ষণ, খুন, গুম, অপহরণের ঘটনা বেরে গেছে। পাহাড়ে চিত্র আরো ভয়াবহ রূপ নিয়েছে এখানে নরীরা কোথাও নিরাপদ নয়। তিনি নারী নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলার জন্য নারী সমাজের প্রতি আহ্বান জানান।
সমাবেশ থেকে বক্তারা শুধু ৫টি জাতি ভাষায় নয় সকল জাতিসত্তার নিজ নিজ মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা লাভের অধিকার নিশ্চিতসহ অবিলম্বে পিসিপি’র শিক্ষা সংক্রান্ত ৫ দফা  দাবিনামা পূর্ণবাস্তবায়নসহ প্রাথমিক শিক্ষকদের নিজ নিজ মাতৃভাষায়  যথাযথ প্রশিক্ষণ ও দক্ষ শিক্ষক নিয়োগ করার আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি মিছিল বের  করা হয়। মিছিলটি লোগাঙ উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে লোগঙ বাউর পাড়া বাজার পদক্ষিণ করে একই স্থানেে এসে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *